thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

২০১৯ জুলাই ০৮ ২১:১২:২১
কাপ্তাইয়ে পাহাড় ধসে শিশুসহ নিহত ২

রাঙামাটি প্রতিনিধি : টানা বৃষ্টিতে রাঙামাটির কাপ্তাই উপজেলায় পাহাড় ধসে মাটি চাপা পড়ে এক শিশুসহ দুইজন নিহত হয়েছে।

সোমবার দুপুরে উপজেলার কলা বাগানের মালি কলোনি এলাকায় এ ঘটনায় আহত হয়েছে দুইজন।

নিহতরা হলেন মালি কলোনি এলাকার তাহমিনা বেগম (২০) ও সূর্য্য মল্লিক (৩)।

কাপ্তাই উপজেলা নির্বাহী কর্মকর্তা আফসার আহমেদ রাসেল জানান, দুপুরের দিকে কাপ্তাই উপজেলার কলা বাগানের মালি কলোনি এলাকায় পাহাড় ধসে পড়ে। এতে এক শিশুসহ দু'জন নিহত এবং দু'জন আহত হয়েছে। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মী ও স্থানীয় লোকজন হতাহতদের উদ্ধার করে। আহতদের স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর