thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

দেশশ্রেষ্ঠ শিক্ষার্থী হলেন নৈঋতা হালদার

২০১৯ জুলাই ১০ ০০:১৫:০৩
দেশশ্রেষ্ঠ শিক্ষার্থী হলেন নৈঋতা হালদার

টাঙ্গাইল প্রতিনিধি: জাতীয় শিক্ষা সপ্তাহ-২০১৯ এ দেশের শ্রেষ্ঠ শিক্ষার্থীর (বিদ্যালয়) মর্যাদা লাভ করেছে টাঙ্গাইল পুলিশ লাইনস আদর্শ উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির ছাত্রী নৈঋতা হালদার।

শুধু তাই নয় এ প্রতিযোগিতায় সে জাতীয়ভাবে তাৎক্ষণিক অভিনয়ে ২য় এবং লোকনৃত্যে ৩য় স্থান অধিকার করে। একবর্ষে জাতীয়ভাবে ৩টি বিষয়ে পুরস্কার পাওয়া দেশের একমাত্র শিক্ষার্থী নৈঋতা হালদার।

নৈঋতা জানায়, এ প্রাপ্তিতে সে খুবই খুশি। আর এ প্রাপ্তির কৃতিত্ব তা মায়ের। যিনি তাকে বন্ধুর মতো সব কিছুতেই আগলে রাখেন। নিজের স্বপ্ন নিয়ে নৈঋতা জানায়, সে বড় হয়ে পররাষ্ট্র সচিব হবে।

বাবা অরিন্দম হালদার ও মাতা চিনো রানী বিশ্বাসের একমাত্র মেয়ে নৈঋতার জন্ম ২০০৫ সালের ৪ মে মির্জাপুরের বহনতলী গ্রামে।তাদের বাড়ি গোপালগঞ্জ শহরে।

নৈঋতার বাবা একজন ব্যবসায়ী এবং মা বঙ্গের আলীগড় খ্যাত সরকারি সা’দত বিশ্ববিদ্যালয় কলেজের হিসাববিজ্ঞান বিভাগের শিক্ষিকা।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ০৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর