thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকা, পালিয়ে গেছেন প্রেমিক

২০১৯ জুলাই ০৯ ২১:৪৭:৩০
বিয়ের দাবিতে বাড়িতে প্রেমিকা, পালিয়ে গেছেন প্রেমিক

সাতক্ষীরা প্রতিনিধি: সাতক্ষীরায় বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে ধরনায় বসেছেন এক তরুণী।

মঙ্গলবার সকাল থেকে প্রেমিক আবু সাঈদের বাড়িতে অবস্থান নেন তিনি; তার আগেই পালিয়ে গেছেন সাঈদ।

সাতক্ষীরা সদর উপজেলার আগরদাঁড়ি ইউনিয়নের বাঁশঘাটা গ্রামে এ ঘটনা ঘটেছে।

অবস্থান নেওয়ার পর সাঈদের বাড়ির লোকজন তাকে মারধর করে তার মোবাইল ভেঙ্গে দিয়েছেন বলে অভিযোগ করেছেন ওই তরুণী।

স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য আমিনা খাতুন বলেন, ওই তরুণী ও বাঁশঘাটা গ্রামের রেজাউল বকসের ছেলে আবু সাঈদের মধ্যে টানা ছয় বছর ধরে প্রেম চলছিল। তাকে বিয়ে করবে বলে সাঈদ তার সঙ্গে শারীরিক সম্পর্কও করে বলে দাবি মেয়েটির। মেয়ের বাবা তাকে অন্য কোথাও বিয়ে দেওয়ার চেষ্টা করলে সাঈদ তা ভেঙ্গে দিতো।

স্থানীয়রা জানান, চারদিন আগে ওই নারী আবু সাঈদকে বিয়ের জন্য চাপ দিতে তার বাড়িতে যান। বাড়ির লোকজন কৌশলে তাকে বাড়ি সংলগ্ন রাস্তায় ঠেলে পাঠালে সেখানেই অবস্থান নেন তিনি।

ওইদিন সকাল ৯ টা থেকে দুপুর আড়াইটা পর্যন্ত এমন অবস্থায় থাকার পর তাকে বাড়িতে পাঠানো হয়। মেয়েটি এ সময় বারবার বলেন, ‘সাঈদ আমাকে বিয়ে করে স্ত্রীর মর্যাদা না দিলে আমি ভিন্ন পথ অবলম্বন করবো’।

ওই তরুণী জানান, তিনি এইচএসসি পাস করার পর ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন। এর আগে গ্রামের ইটভাটার ম্যানেজার আবু সাঈদ তাকে চলার পথে বারবার উত্ত্যক্ত করতেন। এক পর্যায়ে তার সাথে প্রেমের সম্পর্কে জড়িয়ে পড়েন তিনি। এই সুযোগে সাঈদ তাকে বিয়ের আশ্বাসে শারীরিক সম্পর্ক করেন্

তিনি বলেন, ‘সাঈদ আমাকে বিয়ে করবে কথা দেয়। এ বিষয়ে জানবার জন্য ক’দিন আগে তার বাড়িতে যান যাই। খবর পেয়ে সাঈদ পালিয়ে যান।'

ওই নারী অভিযোগ করে বলেন, আবু সাঈদের বাবা টাকা দিয়ে মিটমাট করতে চায়। আমি বলেছি টাকা দিয়ে প্রেম ভালাবাসা বেচাকেনা করা যায় না। মঙ্গলবার সকাল থেকে তিনি ফের ধরনায় বসেছেন আবু সাঈদের বাড়িতে।


(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ০৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর