thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

কোপা আমেরিকার সেরা একাদশ

২০১৯ জুলাই ১০ ২১:৪৩:২০
কোপা আমেরিকার সেরা একাদশ

দ্য রিপোর্ট ডেস্ক: কোপা আমেরিকা ২০১৯ এর সেরা একাদশ প্রকাশ করেছে দক্ষিন আমেরিকার ফুটবল নিয়ন্ত্রক সংস্থা ‘কনমেবল’। একাদশে চ্যাম্পিয়ন ব্রাজিল দল থেকে সর্বোচ্চ পাঁচ জন খেলোয়াড় জায়গা পেয়েছেন। এছাড়া রানার আপ পেরু থেকে আছেন দুইজন, একজন করে আছেন আর্জেন্টিনা, উরুগুয়ে, চিলি এবং কলম্বিয়া থেকে।

একাদশে গোলরক্ষক হিসেবে নির্বাচিত হয়েছেন আসরের গোল্ডেন গ্লাভস জয়ী ব্রাজিলিয়ান গোলরক্ষক অ্যালিসন বেকার।

রক্ষনভাগে সেন্টার ব্যাক হিসেবে রাখা হয়েছে ব্রাজিলের সাবেক অধিনায়ক থিয়াগো সিলভা এবং উরুগুইয়ান হোসে মারিয়া হিমেনেজকে। অনুমিতভাবেই রাইট ব্যাক হিসেবে জায়গা পেয়েছেন টুর্নামেন্টের সেরা খেলোয়াড় হিসেবে নির্বাচিত ব্রাজিল অধিনায়ক দানি আলভেস, লেফটব্যাক মিগেল ত্রাউকো(পেরু)।

মধ্যমাঠের সেরা তিন হলেন- আর্তুরো ভিদাল (চিলি), আর্থুর (ব্রাজিল), লেয়ান্দ্রো পারেদেস (আর্জেন্টিনা)। পারেদেস একাদশে জায়গা পাওয়া একমাত্র আর্জেন্টাইন। ধারাবাহিক বাজে পারফরম্যান্স আর শেষ দিকে কনমেবল ও রেফারিকে নিয়ে তির্যক মন্তব্য সব মিলিয়ে একাদশে জায়গা হয়নি সময়ের অন্যতম সেরা খেলোয়াড় লিওনেল মেসির।

আক্রমনভাগে জায়গা পেয়েছেন- হামেস রদ্রিগেস (কলম্বিয়া), এভারটন (ব্রাজিল), পাওলো গেররেরো (পেরু)।

উল্লেখ্য, প্রতি কোপা আমেরিকার পর আসরের সেরা একাদশ নির্বাচনের কাজটি করে থাকে কনমেবল কোচদের সংগঠন টেকনিক্যাল স্টাডি গ্রুপ’।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর