thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

রাজশাহীতে ট্রাক উল্টে দুইজনের মৃত্যু

২০১৯ জুলাই ১১ ০৯:১৯:০৬
রাজশাহীতে ট্রাক উল্টে দুইজনের মৃত্যু

রাজশাহী প্রতিনিধি: রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় আমবোঝাই ট্রাক উল্টে খাদে পড়ে দুইজন নিহত হয়েছে। এ ঘটনায় ট্রাকচালকসহ আহত হয়েছেন অন্তত আরও তিনজন।

আজ বৃহস্পতিবার (১১ জুলাই) ভোরে উপজেলার কামারপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

খবর পেয়ে গোদাগাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা আহতদের উদ্ধার করে গোদাগাড়ী ৩১ শয্যাবিশিষ্ট হাসপাতালে ভর্তি করে।

নিহতরা হলেন- আম ব্যবসায়ী যশোর জেলার ঝিকরগাছা উপজেলার বউখালী গ্রামের নুরুজ্জামান (৫০) ও একই উপজেলার পদ্মপুকুর গ্রামের আইয়ুব খান (৫০)।

গোদাগাড়ী মডেল থানার ওসি জাহাঙ্গীর আলম বলেন, আম নিয়ে ট্রাকটি চাঁপাইনবাবগঞ্জ থেকে রাজশাহী যাচ্ছিল। পথে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকটি রাস্তার পাশে খাদে পরে গেলে তার নীচে চাপা পড়ে দুই ব্যবসায়ী নিহত হন। ট্রাকটি জব্দ করা হয়েছে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজশাহী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর