thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

রোডসকে বাদ দেয়া হয়নি : পাপন

২০১৯ জুলাই ১১ ১০:৩৮:০২
রোডসকে বাদ দেয়া হয়নি : পাপন

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপ চলাকালীনই কোচ স্টিভ রোডসকে নিয়ে অনেক কথা-বার্তা উঠে গিয়েছিল। বিশেষ করে তার সামর্থ্য নিয়ে। একটি জাতীয় দল পরিচালনা করার মত পর্যাপ্ত সামর্থ্য তার নেই। বিশ্বকাপ চলাকালীন তার কিছু ভুল সিদ্ধান্ত দলের জন্য বড় ধরনের ক্ষতিই ডেকে এনেছিল। এ কারণে, বাংলাদেশের সেমিফাইনালে খেলার স্বপ্ন পূরণ হয়নি।

বিশ্বকাপের পরপরই নিশ্চিত হওয়া গেছে, বাংলাদেশ দলের সঙ্গে স্টিভ রোডস অধ্যায় শেষ এবং শেষ পর্যন্ত রোববার বাংলাদেশ দল দেশে ফিরে আসার ২৪ ঘণ্টার মধ্যেই বিসিবির সিইও নিজামউদ্দিন চৌধুরী সুজন জানিয়ে দিয়েছিলেন, ‘কোচ রোডসকে না করে দেয়া হয়েছে।’

কিন্তু আজ লন্ডনে বসে সংসদীয় বিশ্বকাপে খেলতে গিয়ে সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন জানালেন ভিন্ন কথা। তিনি যেটা জানিয়েছেন, সেখানে রয়েছে বোর্ড থেকে ঘোষণা দেয়ার সঙ্গে ভিন্নতা। পাপন বলেছেন, ‘আমরা রোডসকে বাদ দিইনি।’

কোচ রোডস সম্পর্কে পাপন বলেন, ‘রোডসকে বাদ দেয়া হয়নি। তার সাথে অনেক কিছু নিয়ে কথা বলছি। আমরা আমাদের চিন্তা-ভাবনা তাকে জানিয়েছি। সে আমাদের ভাবনার সঙ্গে একমত হয়নি। তাই আমরা ধরে নিয়েছি রোডস আর থাকবেন না।’

পাপনের দাবি, স্টিভ রোডস বাংলাদেশ দলের কোচ থাকবেন কি থাকবেন না, সেটা তার সিদ্ধান্ত। তিনি বলেন, ‘এখন লাস্ট কল (সিদ্ধান্ত) রোডসের। আমি অপেক্ষায় আছি, হয়তো আজকালের মধ্যেই তার লাস্ট কলটা জানা যাবে। হয়তোবা আজ কিংবা কালও সে তার লাস্ট কল জানিয়ে দিতে পারেন।’

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর