thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

অধিনায়ক কোহলিকে ধুয়ে দিলেন গম্ভীর

২০১৯ জুলাই ১১ ১১:৫১:১৬
অধিনায়ক কোহলিকে ধুয়ে দিলেন গম্ভীর

দ্য রিপোর্ট ডেস্ক: গ্রুপপর্বে প্রতিটি ম্যাচেই দাপট দেখিয়েছে ভারত। পয়েন্ট টেবিলে শীর্ষে থেকে নকআউট পর্বে পা দিয়েছিল তারা। তবে সেমিফাইনালে সেই প্রতাপের ছিঁটেফোটাও দেখা গেল না। নিউজিল্যান্ডের কাছে ১৮ রানে হেরে বিশ্বকাপ থেকে বিদায় নিয়েছে টিম ইন্ডিয়া।

টুর্নামেন্টজুড়ে বিরাট কোহলির অধিনায়কত্ব নিয়ে সোচ্চার ছিলেন ভারতের সাবেক ওপেনার গৌতম গম্ভীর। বরাবরই তার নেতৃত্ব নিয়ে প্রশ্ন তুলে আসছেন তিনি। সেমি থেকে ছিটকে পড়ায় আরেকবার কোহলিকে ধুয়ে দিলেন গম্ভীর।

তিনি বলেন, ধোনি ও রোহিত আছে বলেই মাঠে দল চালিয়ে যেতে পারছে কোহলি। সে দুর্দান্ত ব্যাটসম্যান, তবে ভালো অধিনায়ক নয়। সেরকম নেতা হলে আইপিএলে রয়েল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালুরুকে চ্যাম্পিয়ন করত ও। বেশিরভাগ সময়ই তার দল থাকে আট নম্বরে।

গম্ভীর বলেন, জাতীয় দলে বিরাটের সঙ্গে থাকে ধোনি। কিন্তু আইপিএলে তাকে পায় না সে। তখনই ফারাকটা বোঝা যায়। আরসিবি ও ভারতের হয়ে খেলার সময় কোহলির অধিনায়কত্বের আকাশ-পাতাল ফারাক পরিলক্ষিত হয়। টিম ইন্ডিয়াকে পরিচালনার সময় তাকে পরামর্শ দেয় রোহিত ও ধোনি। কিন্তু আরসিবিতে সেই সুযোগ নেই। ব্যর্থতার এটাই আসল কারণ।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর