thereport24.com
ঢাকা, সোমবার, ১৬ সেপ্টেম্বর ২০২৪, ১ আশ্বিন ১৪৩১,  ১২ রবিউল আউয়াল 1446

চট্টগ্রামে নিজের চেম্বার থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

২০১৯ জুলাই ১১ ২০:২৫:০২
চট্টগ্রামে নিজের চেম্বার থেকে চিকিৎসকের লাশ উদ্ধার

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রাম নগরীর ডবলমুরিং থানাধীন পাঠানটুলী এলাকার নজির ভাণ্ডার মাজার গলি এলাকা থেকে মো. মনির নামের এক চিকিৎসকের লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার দুপুর ২টার দিকে চিকিৎসকের নিজ চেম্বারের ভেতর থেকে লাশটি উদ্ধার করা হয়।

এ প্রসঙ্গে নগরীর ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ বলেন, এলাকাবাসীর কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে। চিকিৎসককে নিজ চেম্বারের ভেতরে খাটের উপরে লাশটি পাওয়া গেছে। খাটে মশারি টাঙানো ছিল। ধারণা করা হচ্ছে, কয়েকদিন আগে তার মৃত্যু হয়েছে। লাশটি ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তিনি কিভাবে মারা গেছেন সেই বিষয়ে বিস্তারিত জানা যাবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর