thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বাসের ৪ যাত্রী নিহত

২০১৯ জুলাই ১১ ২৩:১৩:১৭
কুমিল্লায় ট্রাকের ধাক্কায় বাসের ৪ যাত্রী নিহত

কুমিল্লা প্রতিনিধি :কুমিল্লা সদর দক্ষিণে ট্রাকের ধাক্কায় বাস খাদে পড়ে চার যাত্রী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার রাত সাড়ে ৮টায় উপজেলার কেশনপাড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে আরও ১৫ জন আহত হয়েছেন।

কুমিল্লা লালমাই হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. মোস্তফা কামাল দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, সদর দক্ষিণ থেকে দোয়েল সুপার নামে একটি বাস উপজেলার একবালিয়ায় যাচ্ছিলেন। এ সময় একটি ট্রাক পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাস্থলেই বাসের চার যাত্রী নিহত হন।

তিনি আরও জানান, নিহতদের মধ্যে দুইজন পুরুষ এবং দুইজন নারী। তাৎক্ষণিক ভাবে তাদের পরিচয় জানা যায়নি। পুলিশ দুর্ঘটনা কবলিত বাস উদ্ধারে কাজ করছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ১১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর