thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

চলে গেলেন রোডস

২০১৯ জুলাই ১২ ১২:১৭:৪২
চলে গেলেন রোডস

দ্য রিপোর্ট প্রতিবেদক: তাহলে কি স্টিভ রোডসের অধ্যায় শেষ হল? বৃহস্পতিবার গভীর রাতে বাংলাদেশ ছেড়েছেন ইংল্যান্ডের এ কোচ। গন্তব্য আপাতত নিজ বাসস্থান। নতুন চাকরি খুঁজতে হবে এখানে বসেই। স্টিভ রোডস থাকবেন কি থাকবেন না, সেই সিদ্ধান্ত বোর্ড তার ওপর ছেড়ে দিয়েছিল। সাথে জানিয়ে দিয়েছিল, বিসিবি নতুন কোচ খুঁজছে। ’

‘এক ঢিলে বোর্ড দুই পাখি’ মেরেছে বিসিবি। প্রথমত, রোডসকে রাখার ইচ্ছে যে বোর্ডের নেই তা জানিয়ে দিয়েছিল। দ্বিতীয়ত, সিদ্ধান্তটা রোডসের কোর্টে ঠেলে দিয়েছিল। তাতে লাভ হয়েছে বোর্ডের। বিসিবি থেকে এখন শুধু তিন মাসের ‘টার্মিনেশন মানি’ পাবেন রোডস। সিদ্ধান্তটা বোর্ড নিলে রোডসকে দিতে হতো আরও বেশি অর্থ। এসব নিয়ে বিসিবির প্রধান নির্বাহী মুখ খুলেননি,‘এটা একটা আনুষ্ঠানিকতার অংশ ছিল।অভ্যন্তরীণ প্রক্রিয়ার কিছু কাজ বাকি ছিল। এছাড়া আনুষঙ্গিক অনেক বিষয় ছিল, সেগুলোর কাজ আমরা শেষ করলাম।’

বাংলাদেশের গণমাধ্যমে রোডসের আদুরে নাম ‘কথা বন্ধু’। চাইলেই কথা বলেন, এতটাই সহজ ছিলেন তিনি। অথচ যাবার বেলায় রোডস এড়িয়ে যান সবাইকে। গতকাল সকালে রোডস বিসিবি কার্যালয়ে গিয়েছিলেন চাকরি ছাড়ার আনুষ্ঠানিকতা সারতে। গণমাধ্যমের জোরাজুরিতে ‘কথা বন্ধু’ ছিলেন নিশ্চুপ। কোনো কথা বলেননি। বড্ড বিমর্ষ লাগছিল রোডসকে। বিসিবি অফিসে গিয়েও আগের মতো বেশি কথা বলেননি। প্রত্যেকেই অচেনা রোডসকে আবিস্কার করেছে।

‘স্বাভাবিকভাবেই যখন একটা সম্পর্কের ইতি হয় তখন সেখানে অনেক ব্যাখ্যা থাকে। হয়তো তিনি সেই বিষয়গুলো এড়িয়ে যেতে চেয়েছেন। এটা যার যার ব্যক্তিগত বিষয়।‘– বলেছেন বিসিবির প্রধান নির্বাহী।

গত বছরের জুনে ইংল্যান্ডের প্রাক্তন উইকেটরক্ষক ব্যাটসম্যান স্টিভ রোডসকে কোচ হিসেবে নিয়োগ দেয় বিসিবি। পরিসংখ্যানের বিচারে রোডসের সাফল্যের হার ৬০ শতাংশ। তিনি দায়িত্ব নেওয়ার পর ৩০ ওয়ানডের মধ্যে বাংলাদেশ জিতেছে ১৭টিতে। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে জিতেছে টেস্ট সিরিজও। জিতেছে প্রথমবারের মতো ত্রিদেশীয় টুর্নামেন্টও। পারফরম্যান্স মূল্যায়নে রোডস ভালো করেছেন। কিন্তু বিশ্বকাপ ব্যর্থতায় বিদায় নিতে হলো তাকে। বলার অপেক্ষা রাখে না, বিশ্বকাপে দলের ব্যর্থতায় সবথেকে বড় আক্রোশের শিকার হয়েছেন রোডস।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর