thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

ভেলায় চড়ে বিয়ে করতে যাচ্ছেন বর, ভিডিও ভাইরাল

২০১৯ জুলাই ১২ ১৯:১২:৪৭
ভেলায় চড়ে বিয়ে করতে যাচ্ছেন বর, ভিডিও ভাইরাল

দ্য রিপোর্ট ডেস্ক: অতি বৃষ্টিতে নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে। ভারতে ইতিমধ্যে বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বন্যায় ভেসে গেছে সিলেটের কয়েকটি অঞ্চল। কোমর পানিতে তলিয়ে গেছে সড়ক ও জনপথ।

এরইমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল একটি ভিডিও। যেখানে দেখা গেছে বন্যায় গ্রাম ভেসে গেলেও বিয়ের মতো সামাজিক অনুষ্ঠান থেমে নেই। কোমর সমান পানি থেকে নিজেকে রক্ষা করতে শেরওয়ানি-পাগড়ি পরে ভেলায় চড়েই কনের বাড়িতে হাজির হন বর।

ভাইরাল সেই ভিডিওতে দেখা গেছে, ছাতা মাথায় ভেলায় দাঁড়িয়ে আছেন বর। আর তলিয়ে যাওয়া সড়কের ওপর দিয়েই ভেলা টেনে নিয়ে যাচ্ছেন কেউ। বন্যায় ভেসে গেলেও বিয়ে বাড়ির আবহ ঠিকই দেখা গেছে সেখানে। ভিডিওতে জনপ্রিয় হিন্দি গান ‘মেহেদি লাগাকে রাখনা, ডোলি সাজাকে রাখনা’ বাজছে। ভেলায় চড়ে বরের সেই আসার দৃশ্য দেখতে উৎসুক লোকজন ভিড় জমাচ্ছেন।

এ ঘটনা কোন এলাকায় ঘটেছে তা জানা যায়নি।

এদিকে ভিডিওটি শেয়ার করে হাস্যরসাত্মক নানা মন্তব্যে মেতেছেন নেটিজেনরা। ভিডিওটি শেয়ার হচ্ছে অগণিত।

একজন লিখেছেন, যতই বৈরী পরিবেশ আসুক, বিয়ে করে ছাড়বই।

ভিডিওটি দেখতে এখানে ক্লিক করুন

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর