thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৬ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

এরশাদকে মৃত্যুতে ফখরুলের শোক, রিজভীর ক্ষোভ

২০১৯ জুলাই ১৪ ১৫:৩৩:৩৫
এরশাদকে মৃত্যুতে ফখরুলের শোক, রিজভীর ক্ষোভ

দ্য রিপোর্ট প্রতিবেদক: সাবেক রাষ্ট্রপতি হুসেইন মুহম্মদ এরশাদের মৃত্যুতে বিএনপি কয়েকদিন পর প্রতিক্রিয়া জানাবে- দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমদের এমন বক্তব্যের ঘণ্টাখানেক পর শোক প্রকাশ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

দলটির সহ-দফতর সম্পাদক বেলাল আহমেদ স্বাক্ষরিত এক শোকবার্তায় ফখরুল জাতীয় পার্টি চেয়ারম্যানের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকাহত পরিবারের সদস্য ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জানান।

এর আগে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে রুহুল কবির রিজভীর কাছে এরশাদের মৃত্যুতে প্রতিক্রিয়া জানতে চাইলে তিনি সাংবাদিকদের বলেন, ‘আপনারা জানেন যে, আমাদের চেয়ারপারসন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য বিভাগীয় সমাবেশগুলো অনুষ্ঠিত হচ্ছে। ১৮ তারিখ বরিশাল, ২০ তারিখ চট্টগ্রাম- এসব নিয়ে আমরা ব্যতিব্যস্ত। কয়েক দিন পরে জানাব।’

তিনি আরও বলেন, ‘স্বৈরাচারবিরোধী আন্দোলনের ওই সময়ে আমাদেরই সবচেয়ে বেশি নিপীড়ন-নির্যাতনের মাত্রাটা বহন করতে হয়েছিল। সে সময়ের দিনগুলো স্মরণ করলে এখন শিহরিত হয়ে উঠতে হয়।’

এ সময় বিএনপির এই নেতা বলেন, ‘আমরা এখন আমাদের নেত্রীর মুক্তি নিয়ে ব্যস্ত। অন্য কিছু নিয়ে ভাবনার সময় এখন নেই।’

এর আগে জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদ আজ রোববার সকাল পৌনে ৮টার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) চিকিৎসাধীন অবস্থায় শেষ নিশ্বাস ত্যাগ করেন।

রংপুর-৩ আসন থেকে বারবার নির্বাচিত এ সংসদ সদস্যের জন্ম ১৯৩০ সালের ১ ফেব্রুয়ারি। তিনি রংপুর জেলার দিনহাটায় জন্মগ্রহণ করেন।

এরশাদ বাংলাদেশের সাবেক সেনাপ্রধান, এককালীন প্রধান সামরিক প্রশাসক ও রাষ্ট্রপতি ছিলেন। তিনি জাতীয় পার্টির প্রতিষ্ঠাতা।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

রাজনীতি এর সর্বশেষ খবর

রাজনীতি - এর সব খবর