thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

সেরেনাকে হটিয়ে উইম্বলডনের নতুন রানী হালেপ

২০১৯ জুলাই ১৪ ১৮:০৫:৪৫
সেরেনাকে হটিয়ে উইম্বলডনের নতুন রানী হালেপ

দ্য রিপোর্ট ডেস্ক: সেরেনা উইলিয়ামসকে সরাসরি সেটে হারিয়ে উইম্বলডনে প্রথম শিরোপা জিতলেন সিমোনা হালেপ। শনিবার মেয়েদের এককের ফাইনালে তেমন কোনো প্রতিদ্বন্দ্বিতাই গড়তে পারেননি ২৩টি গ্র্যান্ডস্লামজয়ী সেরেনা। মাত্র ৫৬ মিনিট স্থায়ী ম্যাচে ৬-২, ৬-২ গেমে জিতে যান রুমানিয়ার হালেপ।

ক্যারিয়ারে এ নিয়ে দ্বিতীয় গ্র্যান্ডস্লাম জিতলেন সাবেক নাম্বার ওয়ান হালেপ। এটা তার ক্যারিয়ারের সেরা ম্যাচ বলে জানান গত বছর ফরাসি ওপেন জেতা ২৭ বছর বয়সী হালেপ।

টেনিস ইতিহাসে সর্বোচ্চ ২৪টি গ্র্যান্ডস্লাম জেতা মার্গারেট কোর্টকে এবারও ছোঁয়া হল না সেরেনার। গত ১২ মাসে এ নিয়ে তৃতীয়বার গ্র্যান্ডস্লামের ফাইনালে হারলেন ৩৭ বছর বয়সী মার্কিন তারকা। ২০১৭ সালের অস্ট্রেলিয়ান ওপেনে সবশেষ গ্র্যান্ডস্লাম জিতেছিলেন সেরেনা।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর