thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ১৬ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৬ রজব 1446

কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৩

২০১৯ জুলাই ১৫ ১০:৩৮:৪৮
কাভার্ডভ্যানে পিকআপের ধাক্কায় নিহত ৩

গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশনের মাস্টারবাড়ী এলাকায় বিকল কাভার্ডভ্যানে পিকআপ ভ্যানের ধাক্কায় তিনজন নিহত হয়েছেন। সোমবার সকাল পৌনে ৮টার দিকে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। তবে তাৎক্ষণিকভাবে নিহতদের নাম-পরিচয় জানা যায়নি।

গাজীপুর সদর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) মো. ইমতিয়াজুর রহমান জানান, মাস্টারবাড়ী এলাকায় হোটেল নিরিবিলির সামনে ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পাশে বিকল হওয়া একটি কাভার্ডভ্যান দাঁড়ানো অবস্থায় ছিল। এ সময় ময়মনসিংহগামী একটি পিকআপ ভ্যান পেছন থেকে ওই কাভার্ডভ্যানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজনের মৃত্যু হয়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুলিশ মরদেহগুলো উদ্ধার করে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠায়।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর