thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৪ জানুয়ারি 25, ১ মাঘ ১৪৩১,  ১৪ রজব 1446

ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ

২০১৯ জুলাই ১৫ ১১:১৪:৩৩
ফেদেরারকে হারিয়ে চ্যাম্পিয়ন জোকোভিচ

দ্য রিপোর্ট ডেস্ক: উইম্বলডনের মহাকাব্যিক ফাইনাল জিতে চ্যাম্পিয়ন হলেন নোভাক জোকোভিচ। ৭-৬, ১-৬, ৭-৬, ৪-৬, ১৩-১২-এ হারালেন রজার ফেদেরারকে।

প্রথম সেট টাইব্রেকারে জেতেন জোকোভিচ। দ্বিতীয় সেটে ফেদেরার ৬-১-এ জিতে ফিরে আসেন। তৃতীয় সেট জোকোভিচ ৭-৬ (৭-৪) জেতেন। চতুর্থ সেট আবার জেতেন ফেদেরার। পঞ্চম সেট দেখল এক অন্য লড়াই। একসময়ে ৪-২-এ এগিয়ে গিয়েছিলেন জোকোভিচ। পরে দারুণভাবে প্রত্যাবর্তন ঘটে ফেদেরারের। মরিয়া লড়াই করেন দুই সুপারস্টার। শেষমেশ জোকার জিতলেন। হার মানলেন ফেদেরার। খবর এএফপির।

এ দুই প্রতিপক্ষ যতবার মুখোমুখি হয়েছে, ততবার তাদের র‌্যাকেট ঝলসে উঠেছে। দুই তারকার ম্যাচ জন্ম দিয়েছে টেনিস মহাকাব্যের। রোববারের ফাইনাল বোধহয় আগের সব লড়াইকে ছাপিয়ে গেল।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর