thereport24.com
ঢাকা, রবিবার, ১৯ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৯ রজব 1446

কোহলিকে সরিয়ে ভারতের নতুন অধিনায়ক হচ্ছেন রোহিত!

২০১৯ জুলাই ১৫ ১৯:১৩:০১
কোহলিকে সরিয়ে ভারতের নতুন অধিনায়ক হচ্ছেন রোহিত!

দ্য রিপোর্ট ডেস্ক: বিশ্বকাপের সেমিফাইনালে নিউজিল্যান্ডের কাছে হেরে আসর থেকে বিদায় নেয় ভারত। এরপর থেকেই শুরু হয় ভারতীয় দলকে নিয়ে আলোচনা-সমালোচনার ঝড়। যার কেন্দ্রুবিন্দুতে রয়েছেন বর্তমানে তিন ফরম্যাটে ভারতীয় দলের অধিনায়ক বিরাট কোহলি।

সেমিফাইনাল থেকে বিদায়ের পরই গুঞ্জন ছড়িয়ে পড়েছে, কোহলি এবং রোহিত শর্মার মধ্যে দ্বন্দ্ব রয়েছে। এ দু’জনের দ্বন্দ্বের কারণেই ভারতকে এভাবে সেমিফাইনাল থেকে বাদ পড়তে হয়েছে! বিশ্বকাপ থেকে বাদ পড়ার পরই দলের মদ্যে অন্তর্কোন্দলের বিষয়টা প্রকাশ্যে চলে আসে। বিসিসিআইও এ বিষয়টা নিয়ে চিন্তায় রয়েছে। এবং তাদের সামনে সমাধান, ভারতীয় দলের মধ্যে নেতৃত্ব ভাগ করে দেয়া।

বিরাট কোহলির নেতৃত্বের অযোগ্যতার কারণেই ভারত বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারেনি বলে অভিমত অনেকেরই। তাদের মতে, কোহলিকে সরিয়ে রঙিন পোশাকে ভারতীয় দলের নেতৃত্বে আনা উচিত ওপেনার রোহিত শর্মাকে। এ ব্যাপারে প্রায় সিদ্ধান্তও চূড়ান্ত করে ফেলেছে ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই।

রোহিতের হাতে রঙিন পোশাকের নেতৃত্ব দেয়ার ব্যাপারে বিসিসিআাইয়ের এক কর্মকর্তা মিডিয়াকে বলেন, ‘পাকাপাকিভাবে রোহিতের হাতে ওয়ানডের নেতৃত্ব তুলে দেওয়ার সময় চলে এসেছে। আর এতে বর্তমান অধিনায়ক ও ম্যানেজম্যান্টেরও সমর্থন রয়েছে।’

আগের বিশ্বকাপে গ্রুপ পর্ব থেকে বিদায় নেওয়া ইংল্যান্ডই হয়েছে এবারের আসরের চ্যাম্পিয়ন। গত চার বছর ধরেই এই বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা সাজিয়েছিলো তারা। বিসিসিআই’র ওই কর্মকর্তা মনে করেন ভারতেরও সময় এসেছে আগামী বিশ্বকাপ নিয়ে এখন থেকেই পরিকল্পনা সাজানোর।

তিনি আরও বলেন, ‘এখন সময় এসেছে আগামী বিশ্বকাপ নিয়ে পরিকল্পনা করার। আর এই পরিকল্পনার জন্য নতুন কাউকে দরকার। আমরা সবাই জানি, কিছু জায়গায় আবারো নতুনভাবে তাকাতে হবে। যার জন্য রোহিতই সবচেয়ে উপযুক্ত ব্যক্তি।’

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ১৫,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর