thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ২৪ ডিসেম্বর ২০২৪, ১০ পৌষ ১৪৩১,  ২২ জমাদিউস সানি 1446

ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১০ হাজার নিহতের আশঙ্কা

২০১৩ নভেম্বর ১০ ০৯:১৯:০১
ফিলিপাইনে ঘূর্ণিঝড়ে ১০ হাজার নিহতের আশঙ্কা

দিরিপোর্ট২৪ ডেস্ক : ফিলিপাইনে আঘাত হানা প্রলয়ঙ্করী ঘূর্ণিঝড় হাইয়ানের তাণ্ডবে নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে বলে আশঙ্কা করা হচ্ছে।

লেয়েটে প্রদেশের তাকলোবান শহরের প্রশাসক বার্তা সংস্থা এপিকে জানান, শুধু তাকলোবান শহরেই নিহতের সংখ্যা ১০ হাজার ছাড়িয়ে গেছে।

তবে, প্রলয়ঙ্করী এ ঘূর্ণিঝড়ে এ পর্যন্ত কয়েকশ জনের নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছে দেশটির সরকার।

ঘূর্ণিঝড়ের প্রভাবে হাজার হাজার মানুষ ঘরবাড়ি হারা হয়েছেন।

ফিলিপাইনের স্বরাষ্ট্রমন্ত্রী মার রোয়াক্স জানান, দুর্গত এলাকাগুলোতে ব্যাপকহারে উদ্ধার তৎপরতা শুরু হয়েছে। ঘূর্ণিঝড়ের তাণ্ডবে কোনো কোনো এলাকা ধ্বংসস্তূপে পরিণত হয়েছে।

এদিকে, ঘূর্ণিঝড় আক্রান্তদের সাহায্যার্থে পেন্টাগন বিমান ও নৌবাহিনীর সহায়তা দেয়ার ঘোষণা দিয়েছে।

মার্কিন প্রতিরক্ষামন্ত্রী চাক হেগেল এক বিবৃতিতে জানান, ফিলিপাইন সরকারের অনুরোধে যুক্তরাষ্ট্র উদ্ধারকাজের জন্য হেলিকপ্টার, বিমান ও উদ্ধার সরঞ্জাম সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছে।

এই ভূখণ্ডে আঘাত হানা অন্যতম শক্তিশালী ঘূর্ণিঝড় হাইয়ান ঘণ্টায় ২৩৫ কিলোমিটার বেগে শুক্রবার সকালে ফিলিপাইনের পূর্বাঞ্চলীয় সামার প্রদেশের দক্ষিণ-পূর্ব গুইউয়ানে আঘাত হানে।

শেষ খবর পাওয়া পর্যন্ত ঘূর্ণিঝড়টি ভিয়েতনামের দিকে ধেয়ে যাচ্ছে। দেশটির হাজার হাজার মানুষকে নিরাপদ আশ্রয়ে সরিয়ে নেয়া হয়েছে। সূত্র: বিবিসি, রয়টার্স।

(দিরিপোর্ট২৪/কেএন/জেএম/নভেম্বর ১০, ২০১৩)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

বিশ্ব এর সর্বশেষ খবর

বিশ্ব - এর সব খবর