thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

সাভারে ছেলেধরা গুজবে দম্পতিকে গণপিটুনি

২০১৯ জুলাই ২২ ১৯:৪৯:১৯
সাভারে ছেলেধরা গুজবে দম্পতিকে গণপিটুনি

সাভার প্রতিনিধি: সাভারে ছেলেধরা গুজবে এক দম্পতিকে গণপিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করেছে স্থানীয়রা। সোমবার দুপুরে সাভার পৌরসভার গেণ্ডার রাজাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

আটকরা হলেন- রনি মিয়া (২২) ও তার স্ত্রী বিলকিস খাতুন (২০)। তারা রাজশাহীর গোদাগাড়ী উপজেলার বাসিন্দা। তারা গেণ্ডার রাজাবাড়ী এলাকার আমিনুর রহমানের বাসায় ভাড়া থাকেন।

স্থানীয়দের বরাত দিয়ে সাভার মডেল থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) নাজমুল হক বলেন, ছেলেধরা গুজবে স্থানীয় বাসিন্দারা এক দম্পতিকে মারধর করে। পরে তাদের রশি দিয়ে বেঁধে রাখে। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে তাদের উদ্ধার করে পুলিশ। পরে ওই দম্পতিকে সাভার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসার জন্য নেয়া হয়।

তিনি আরও জানান, আটক ওই দম্পতি দুপুরে প্রতিবেশী ভাড়াটিয়া রুমি খাতুনের বাসায় গিয়ে তার মুখ চেপে ধরেন। এ ঘটনায় রুমি চিৎিকার করলে আশেপাশে ছেলেধরা গুজব ছড়িয়ে যায়।

এসআই নাজমুল হক বলেন, প্রাথমিকভাবে জানা গেছে কিছুদিন করে বাসাবাড়িতে ভাড়া থাকেন তারা। পরে পার্শ্ববর্তী ভাড়াটিয়াদের সঙ্গে সুসর্ম্পক স্থাপন করেন। একপর্যায়ে তাদের অজ্ঞান করে ঘরের মূল্যবান মালামাল নিয়ে যান তারা। এ ঘটনায় থানায় মামলার প্রস্তুতি চলছে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর