thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মেহেরপুরে ‘গোলাগুলিতে’ মাদক কারবারি নিহত

২০১৯ জুলাই ২৩ ১০:৩৩:৪২
মেহেরপুরে ‘গোলাগুলিতে’ মাদক কারবারি নিহত

মেহেরপুর প্রতিনিধি: মেহেরপুরের সদর উপজেলায় দুই দল মাদক কারবারিদের মধ্যে ‘গোলাগুলিতে’ হামিদুল ইসলাম (৩০) নামে একজন নিহত হয়েছেন। সোমবার দিবাগত রাত তিনটার দিকে উপজেলার গোভিপুর গ্রামের মাথাভাঙ্গা মোড়ে এই ঘটনা ঘটে।

পুলিশ জানিয়েছে হামিদুল ইসলাম চিহ্নিত মাদক কারবারি। সদর উপজেলার বুড়িপোতা গ্রামের আরজ আলীর ছেলে। তার নামে সদর থানায় এক ডজন মামলা রয়েছে।

ঘটনার পর পুলিশ ওই স্থান থেকে একটি ওয়ান শুটারগান, দুই রাউন্ড গুলি ও ১২ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে। এছাড়া ময়নাতদন্তের জন্য নিহতের মরদেহ উদ্ধার করে মেহেরপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মেহেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ দারা খান জানান, সোমবার রাত তিনটার দিকে সদর উপজেলার গোভিপুর গ্রামে দুই দল মাদক কারবারির মধ্যে গোলাগুলি হচ্ছে- এমন সংবাদ পেয়ে সদর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে যায়। সেখানে পৌঁছে তারা মাথাভাঙ্গা মোড়ে গুলিবিদ্ধ হামিদুলের মরদেহ পড়ে আছে দেখতে পায়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে মাদকের টাকা ভাগাভাগি নিয়ে দু’পক্ষের গোলাগুলিতে নিহত হয়েছে সে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর