thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২ জানুয়ারি 25, ১৯ পৌষ ১৪৩১,  ২ রজব 1446

চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

২০১৯ জুলাই ২৩ ২৩:৩৬:৫৮
চট্টগ্রামে আগুনে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যু

চট্টগ্রাম প্রতিনিধি : চট্টগ্রামের মধ্যম হালিশহেরর ফকিরের টেক এলাকায় আগুনে দগ্ধ হয়ে মা-মেয়ের মৃত্যুর ঘটনা ঘটেছে।

আজ মঙ্গলবার (২৩ জুলাই) রাত সাড়ে নয়টার দিকে বন্দর থানার হালিশহর বাকের আলী ফকিরের টেক এলাকায় এই ঘটনা ঘটে বলে নিশ্চিত করেছেন আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপ-সহকারী পরিচালক ফরিদ উদ্দিন চৌধুরী।

নিহতরা হলেন- শিউলি আক্তার নাসিমা ও তার ছয় বছর বয়সী শিশুকন্যা লামিয়া।

বন্দর থানার পুলিশ জানায়, ফকিরের টেক এলাকায় হায়দার ও মাহবুবের কলোনির একটি ঘরে সাড়ে ৮টার দিকে আগুন লাগে। পরে আগুনে মা-মেয়ে পুরোপুরি পুড়ে যায়। পরে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিটের নয়টি গাড়ি গিয়ে রাত নয়টার দিকে আগুন নেভায়। আগুনে কলোনির নয়টি ঘর পুড়ে গেছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৩,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর