thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

২০১৯ জুলাই ২৪ ১০:২৫:২০
আওয়ামী লীগ নেতাকে জবাই করে হত্যা

বান্দরবান প্রতিনিধি: বান্দরবানের লামায় সরই ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আলমগীরকে জবাই করে হত্যা করা হয়েছে বলে জানিয়েছেন পৌর মেয়র জহিরুল ইসলাম। সরই ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মো. আলীর ছেলে আলমগীর।

সোমবার রাত সাড়ে ১১টার দিকে মেয়র জানান, সম্ভবত রাত ১১টার দিকে আলমগীর লুঙ্গী পরে মোটরসাইকেল নিয়ে হাসানভিটা এলাকার বাগানবাড়ির সামনে আসতেই গতিরোধ করে ১৫-২০ জনের একটি দল। পরে মোটরসাইকেলের উপরেই তাকে চাপাতি দিয়ে জবাই করে চলে যায় দুর্বৃত্তরা। কে বা কারা এ ঘটনার সাথে জড়িত তা এখনও নিশ্চিত হতে পারিনি।

লামা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আপেল্লা রাজু নাহা জানান, আলমগীরকে কুপিয়ে হত্যা করার খবর শুনেছি। এখনও বিস্তারিত জানতে পারিনি। তবে লাশ উদ্ধারের জন্য আমরা ঘটনাস্থলে যাচ্ছি।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর