thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই 25, ৩১ আষাঢ় ১৪৩২,  ১৯ মহররম 1447

সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত

২০১৯ জুলাই ২৪ ১৭:৫৯:২৫
সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত

দ্য রিপোর্ট প্রতিবেদক : যাত্রী পরিবহন নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করা হয়েছে।

বুধবার বিকেলে দৈ‌নিক বাংলা‌মোড়ে শ্রম অ‌ধিদপ্ত‌রের স‌ম্মেলন ক‌ক্ষে শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমানের সঙ্গে বৈঠক শেষ বাংলাদেশ নৌযান শ্রমিক ফে়ডারেশনের সভাপতি মো. শাহ আলম ও সেক্রেটারি চৌধুরী আশিকুল আলম যৌথভাবে এ ঘোষণা দেন। শ্রম মন্ত্রণালয়ের তথ্য কর্মকর্তা আকতারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেন।

এর আগে নৌযান শ্রমিকদের দাবি নিয়ে বৈঠকে আলোচনা হয়। চিকিৎসার জন্য শ্রম প্রতিমন্ত্রী বেগম মন্নুজান সুফিয়ান দেশের বাইরে থাকায় শ্রম অধিদপ্তরের মহাপরিচালক মো. মিজানুর রহমান বৈঠকে সভাপতিত্ব করেন।

বৈঠকে সিদ্ধান্ত হয়, প্রতিমন্ত্রী দেশে ফেরার পর সংশ্লিষ্ট সবার সাথে বৈঠক করে এ বিষয়ে সমাধান করা হবে।

বৈঠক চলাকালে যাত্রীদের দুর্ভোগের কথা বিবেচনা করে প্রথমেই যাত্রীবাহী নৌযানের ধর্মঘট স্থগিতের ঘোষণা দেয়া হয়। পরে বৈঠক শেষে নৌ-পরিবহনের বাংলাদেশ জাহাজী শ্রমিক ফে়ডারেশনের সভাপতি মোহাম্মদ শুক্কুর মাহমুদ সব ধরনের নৌযান ধর্মঘট স্থগিত ঘোষণা করেন।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর