thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

হাথুরু বাংলাদেশের কোচ হচ্ছেন- এটা গুজব : পাপন

২০১৯ জুলাই ২৪ ১৮:২৫:৪০
হাথুরু বাংলাদেশের কোচ হচ্ছেন- এটা গুজব : পাপন

দ্য রিপোর্ট প্রতিবেদক: বিশ্বকাপের ব্যর্থতার জের ধরে ইংলিশ কোচ স্টিভ রোডসের সঙ্গে সম্পর্ক শেষ করে দিয়েছে বিসিবি। তাকে আনুষ্ঠানিকভাবে জানিয়ে দেয়া হয়েছে, বাংলাদেশ দলের সঙ্গে আর তার কোনো সম্পর্ক নেই। বৃটিশ কোচ সেটা মেনেও নিয়েছেন এবং নীরবে-নিভৃতে ঢাকা ছেড়ে চলেও গেছেন।

স্টিভ রোডসকে বাদ দেয়ার সময়ই কিংবা তার আগে থেকেই গুঞ্জন ওঠে, বাংলাদেশ দলের পরবর্তী কোচ হতে পারেন শ্রীলঙ্কার বর্তমান বাংলাদেশ দলের সাবেক কোচ চন্ডিকা হাথুরুসিংহে।

সাবেক এই লঙ্কান কোচের বাংলাদেশে ফিরে আসা নিয়ে জোর গুঞ্জন শুরু হয়। অবস্থাটা এমন দাঁড়িয়েছে যে, স্রেফ গুঞ্জন নয়, সব কিছুই সত্যি।

কিন্তু সব গুঞ্জনে আজ পানি ঢেলে দিয়েছেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন। আজ নিজ কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে বিসিবি বিগ বস জানিয়ে দিলেন, ‘হাথুরুসিংহে যে বাংলাদেশের কোচ হচ্ছেন- এ সম্পর্কিত যত সংবাদই প্রকাশ হচ্ছে সবই ভুয়া। এটা হচ্ছে স্রেফ গুজব।’

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর