thereport24.com
ঢাকা, শনিবার, ১ জুন ২০২৪, ১৮ জ্যৈষ্ঠ ১৪৩১,  ২৪ জিলকদ  ১৪৪৫

‘বিদ্যুৎ থাকবে না’ এমন প্রচারণা গুজব : বিদ্যুৎ সচিব

২০১৯ জুলাই ২৪ ১৮:৪০:০১
‘বিদ্যুৎ থাকবে না’ এমন প্রচারণা গুজব : বিদ্যুৎ সচিব

দ্য রিপোর্ট প্রতিবেদক: ‘বিদ্যুৎ থাকবে না’ এমন প্রচারণাকে গুজব বলে জানিয়েছেন বিদ্যুৎ বিভাগের সিনিয়র সচিব আহমদ কায়কাউস। বুধবার (২৪ জুলাই) বিদ্যুৎ বিভাগের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কথা জানিয়েছেন তিনি।

‘বিদ্যুৎ থাকবে না’ এমন গুজব থেকে বিরত ও সতর্ক থাকার আহ্বানও জানিয়েছেন বিদ্যুৎ সচিব।

আহমদ কায়কাউস বলেন, ‘একটি স্বার্থান্বেষী মহল গুজব ছড়াচ্ছে দেশে বিদ্যুৎ থাকবে না। এটা পুরোপুরি গুজব। চাহিদার বিপরীতে গতকাল ১১ হাজার ৬৪০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন করা হয়েছে। কোথাও লোডশেডিং ছিল না। আজ (বুধবার) বা আগামীকাল বা অন্যান্য দিনও চাহিদানুযায়ী বিদ্যুৎ উৎপাদন হবে। দেশে বন্যা সত্ত্বেও তেমনভাবে বিদ্যুৎ সরবরাহ বিঘ্নিত হচ্ছে না। আগামীতেও বিদ্যুৎ সরবরাহে কোনো সমস্যা হবে না।’

গুজব রটনাকারীদের বিষয়ে দেশবাসীকে সতর্ক থাকার অনুরোধ জানান সিনিয়র সচিব।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর