thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

চারদিনেও সন্ধান মেলেনি তুরাগে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাবের

২০১৯ জুলাই ২৫ ১৩:২২:৪৫
চারদিনেও সন্ধান মেলেনি তুরাগে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাবের

সাভার প্রতিনিধি: পুলিশ, ফায়ার সার্ভিস, নৌবাহিনীর চারদিনের যৌথ অভিযানেও তুরাগ নদে পড়ে যাওয়া ট্যাক্সিক্যাবের কোনো সন্ধান মেলেনি।

হলুদ রঙের ট্যাক্সিক্যাবটি গত ২১ জুলাই সাভার থেকে ঢাকা যাওয়ার পথে রাত ৮টার দিকে আমিনবাজারের সালেহপুরে ব্রিজের নিচে তুরাগে পড়ে গিয়ে নিখোঁজ হয়।

একটি বাসকে ওভারটেক করতে গিয়ে ট্যাক্সিক্যাবটি তুরাগ নদে পড়ে যায় বলে ৯৯৯ তে ফোনকলের মাধ্যমে জানতে পারে পুলিশ ও ফায়ার সার্ভিস। সেই থেকে অনুসন্ধান চলছে।

সবার মনে প্রশ্ন, ট্যাক্সিক্যাবটি গেলো কোথায়? আর ক্যাবটিতে চালক ছাড়া আর কেউ ছিলেন কি না। থাকলে কতজন ছিলেন, সেটাও রহস্য হয়ে আছে।

ফায়ার সার্ভিসের ঢাকা জোনের সহকারী পরিচালক মোস্তফা মহসিন বলেন, ‘ক্যাবটি ব্রিজ থেকে যে বাঁকে পড়েছে স্রোতের বেগের কারণে সেটা ভেসে যেতে পারে বলে ধারণা করেছি আমরা। আমাদের ডুবুরিরাও সেভাবে উদ্ধার কাজ চালিয়েছে। কিন্ত এ কাজে কিছু প্রতিবন্ধকতার মুখে পড়তে হচ্ছে। ব্রিজের নিচে বড় বড় গর্ত ও পাথরের সারি রয়েছে। সেখানে পানি চক্রাকারে ঘুরতে থাকে। ডুবুরিরা নামলে স্রোত তাদেরও টেনে নেয়। তাই ডুবুরিদের নিরাপত্তার বিষয়ও দেখতে হচ্ছে।’

তিনি আরও বলেন, ‘ট্যাক্সিক্যাব উদ্ধারে ফায়ার সার্ভিস, নৌ-পুলিশ, নৌবাহিনীর যৌথ টিম কাজ করছে। আমরা নদীর স্রোত, বেগ সবকিছু মাথায় রেখে আশপাশের প্রায় এক কিলোমিটার পর্যন্ত খোঁজ করেছি। কিন্ত অতিরিক্ত স্রোতে অনেক জায়গায় পৌঁছানো যায়নি। পরে স্ক্যানার মেশিন দিয়েও পুরো এলাকা খুঁজে দেখা হয়েছে।’

গত মঙ্গলবার ক্যাবটি খুঁজে পাওয়া গেছে- এমন একটি গুজব ছড়িয়ে পড়ে। ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা বলেন, ‘ওইদিন বিকেলের দিকে স্থানীয় কিছু অতি উৎসাহী মানুষ পানিতে নেমে বাঁশ দিয়ে খোঁজ করে বলে যে, গাড়ি পাওয়া গেছে। পরে আমাদের ডুবুরিরা সেখানেও খোঁজ করে গাড়ি পায়নি।’

কতদিন এই অভিযান চলবে এ প্রশ্নে মোস্তফা মহসিন বলেন, ট্যাক্সিক্যাব নিখোঁজের পর থেকে নিরলস উদ্ধার অভিযান চলছে। তবে আজ স্থানীয় প্রশাসন ও ঊর্ধ্বতনদের সঙ্গে বসে পরবর্তী সিদ্ধান্ত নেয়া হবে।

তুরাগ নদে পড়া আর্মি ওয়েলফেয়ার ট্রাস্ট পরিচালিত ট্রাস্ট ট্রান্সপোর্ট সার্ভিসের এক্সিও ২০১২ মডেলের ৪২ নম্বর ট্যাক্সিক্যাবটি চালাচ্ছিলেন জিয়াউর রহমান জিয়া (৪০)। তিনি ফরিদপুরের বোয়ালমারীর আয়নাল মোল্লার ছেলে। ঘটনার দিন সাভার থেকে ট্যাক্সিক্যাবটি নিয়ে তিনি ঢাকা যাচ্ছিলেন।

নিখোঁজ জিয়ার মামাতো ভাই জাহাঙ্গীর আলম বলেন, ‘জিয়া গত দুই বছর ধরে ট্যাক্সিক্যাবটি চালাচ্ছিলো। সে দুই মেয়ের বাবা। তার পরিবার খুবই উৎকণ্ঠায় রয়েছে।’

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর