thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

জামালপুরে নৌকা ডুবে ৫ স্কুলছাত্রীর মৃত্যু

২০১৯ জুলাই ২৫ ১৪:৫৬:৫৫
জামালপুরে নৌকা ডুবে ৫ স্কুলছাত্রীর মৃত্যু

জামালপুর প্রতিনিধি : জামালপুরের সরিষাবাড়ী উপজেলার কালিকাপুর গ্রামে নিকাইল বিলে নৌকা ডুবে পাঁচ স্কুলছাত্রীর মৃত্যু হয়েছে। তারা সবাই কালিকাপুর গ্রামের বাসিন্দা।

আজ বুধবার দুপুর ১২টার দিকে এই ঘটনা ঘটে।

স্থানীয়রা জানিয়েছেন, স্কুলের নয়জন ছাত্রী বন্যার পানি দেখতে নৌকা নিয়ে বিলে যায়। কিন্তু সেখানে নৌকা ডুবে গেলে তাদের মর্মান্তিক মৃত্যু হয়।

যারা মারা গেছে তারা হলো- সুবর্ণা (১৭), অন্তরা (১৩), জান্নাতুল (৮), ঝুমা (৮) ও রেবাকিনি (৯)। এরা সবাই স্থানীয় মতিউর রহমান তালুকদার স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী। এছাড়া আহত চারজন হাসপাতালে ভর্তি আছে।

আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন তারাকান্দি পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোতাব্বর কবির।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর