thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

অর্জন থাকলেও প্রতাপে বিদ্ধ কাঞ্চন নির্বাচন

২০১৯ জুলাই ২৬ ১০:২৩:৪০
অর্জন থাকলেও প্রতাপে বিদ্ধ কাঞ্চন নির্বাচন

নারায়ণগঞ্জ প্রতিনিধি: নারায়ণগঞ্জের রূপগঞ্জ উপজেলার কাঞ্চন পৌরসভার সব কেন্দ্রেই ইলেকট্রনিক ভোটিং মেশিনের (ইভিএম) মাধ্যমে ভোট হয়েছে বৃহস্পতিবার (২৫ জুলাই)। সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত সুষ্ঠুভাবে টানা ভোটগ্রহণ চলে।

পৌরসভা জুড়ে মেয়র প্রার্থীদের মধ্যে কেবলই ক্ষমতাসীন রাজনৈতিক দল আওয়ামী লীগের ‘নৌকা’ প্রতীক নিয়ে নির্বাচনে অংশ নেয়া রফিকুল ইসলাম রফিকের পোস্টার টানানো। অথচ মেয়র পদে এ পৌরসভায় প্রতিদ্বন্দ্বিতা করেছেন আরও তিন স্বতন্ত্র প্রার্থী।

‘নৌকা’ বাদে অন্য প্রার্থীদের পোস্টার এত কম কেন, জানতে চাইলে স্থানীয় এক ব্যক্তি মুচকি হেসে বলেন, ‘ভাই, সবই সিস্টেম।’

প্রতিটি কেন্দ্রের ভেতরে ‘নৌকা মার্কায় ভোট দিন’ লেখা গেঞ্জি পরে অনেককে ঘুরতে দেখা যায়। নির্বাচন কমিশনের বিধি অনুযায়ী, ভোট কেন্দ্রের ভেতর এ ধরনের কর্মকাণ্ড বিধি সম্মত নয়। বিষয়টি জানালে নির্বাহী ম্যাজিস্ট্রেট কোহিনূর আজিজ বলছিলেন, ‘আমরা প্রাথমিকভাবে তাদের সতর্ক করেছি। এরপরও দেখা গেলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।’

বেলা ১১টায় কোহিনূর আজিজের কথা বলার পরও এ ধরনের লেখা সম্বলিত গেঞ্জি পরিহিতদের কেন্দ্রের ভেতরে দেখতে পাওয়া যায়।

বিরাব সহকারী প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র পরিদর্শনের সময় নারায়ণগঞ্জের পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ হারুন অর রশীদকে বিষয়টি জানানো হলে তিনি মন্তব্য করেন, ‘কেউ তার কাছে অভিযোগ করেননি।’

অধিকাংশ কেন্দ্রে নৌকা প্রতীকের প্রার্থী রফিকের লোকজনের উপস্থিতি যতটা সরব, ততটাই নিরব অন্য প্রার্থীদের নেতাকর্মীরা। নিরব হলেও অন্যদের উপস্থিতি চোখে পড়েনি, তা বলা যাবে না। তবে আওয়ামী প্রার্থীর নেতাকর্মীদের দাপটের কারণে আতঙ্কে থাকতে দেখা যায় অন্য প্রার্থীর নেতাকর্মীদের। বিশেষ করে এ আতঙ্ক দৃশ্যমান হয় দুপুরে কালাদী শাহাজউদ্দিন জামেয়া ইসলামিয়া ফাজিল মাদরাসা কেন্দ্রে। আনসার, পুলিশসহ বিজিবি সদস্যদের সশস্ত্র অবস্থান নিতে দেখা যায় এ কেন্দ্রে। কেন্দ্রে প্রবেশ মুখেই মোবাইলফোন প্রতীক মেয়র প্রার্থী একেএম আমিরুল ইসলামের কয়েকজন নেতাকর্মী সাংবাদিক জেনে অভিযোগ করেন, তারা চাপে রয়েছেন। এরপর এগোতে লাগলে ভোট দিয়ে যাওয়ার সময় কয়েকজন নারী ক্ষোভ ঝাড়ছিলেন। কারণ জানতে চাইলে এদিক-ওদিক তাকিয়ে অনেকটা ক্ষীণ স্বরে জানান, কোনো সমস্যা হয়নি, ভালোভাবেই ভোট দিয়েছেন। কেন্দ্রের ভেতরে ‘নৌকা মার্কায় ভোট দিন’ গেঞ্জি পরা লোকদের সরব উপস্থিতি দেখা যায় এ কেন্দ্রে। ভোট দিতে আসা ব্যক্তিদের কেন্দ্রের ভেতর নানা পরামর্শ দিতেও দেখা যায় তাদের।’

কাঞ্চন পৌর নির্বাচনে অধিকাংশ কেন্দ্র ঘুরে জানা যায়, ক্ষমতাসীন রাজনৈতিক দলের প্রার্থীর প্রভাব থেকে অন্য মেয়র প্রার্থীদের পুরোপুরি সুরক্ষা দিতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী ও নির্বাচন কমিশন। যদিও এ অঞ্চলের এসপি হারুন দুপুরে দাবি করেছেন, দীর্ঘ এক মাস নির্বাচনী এলাকার পরিবেশ ভালো ছিল। ভোটের দিনও পরিবেশ সুন্দর ছিল।

উল্লেখ্য, নির্বাচনে মেয়র পদে আওয়ামী লীগের প্রার্থী পৌর যুবলীগের সভাপতি রফিকুল ইসলাম বেসরকারিভাবে বিজয়ী করেছেন। সহকারী রিটার্নিং কর্মকর্তা মাহবুবুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

বেসরকারি ফলাফলের তথ্য অনুযায়ী, নির্বাচনে ভোট পড়েছে ৭৪.৫৯ শতাংশ। আওয়ামী লীগের প্রার্থী রফিকুল ইসলাম (নৌকা) পেয়েছেন ১৬ হাজার ২৮২ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী কাঞ্চন পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক দেওয়ান আবুল বাশার (নারিকেল গাছ) পেয়েছেন ৬ হাজার ৯৪৭ ভোট।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর