thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

তিন বছর পর ফিরেই উইকেট শফিউলের

২০১৯ জুলাই ২৬ ১৬:২১:২৬
তিন বছর পর ফিরেই উইকেট শফিউলের

দ্য রিপোর্ট প্রতিবেদক: প্রথম বলে জোরালো আবেদন হয়েছিল লেগ বিফোর উইকেটের। আত্মবিশ্বাস ছিলো না বিধায় রিভিউয়ের ব্যাপারে জোর করেননি অধিনায়ককে। তবে নব্য অধিনায়ক তামিম ইকবাল নিজ থেকেই রিভিউ নেন। নষ্ট হয় সে রিভিউ।

তবে সে ওভারেরই পঞ্চম বলে আর রিভিউয়ের ধার ধারেননি ডানহাতি পেসার শফিউল ইসলাম। প্রায় তিন বছর পর ওয়ানডে ক্রিকেটে খেলতে নেমে নিজের দ্বিতীয় ওভারেই প্রথম ব্রেকথ্রু এনে দিয়েছেন বগুড়ার এ পেসার।

লাসিথ মালিঙ্গার বিদায়ী ওয়ানডেতে টস জিতে আগে ব্যাট করতে নেমেছে শ্রীলঙ্কা। তৃতীয় ওভারেই ওপেনার আভিশকা ফার্নান্দোর উইকেট হারিয়ে ফেলেছে স্বাগতিকরা। উইকেটটি নিয়েছেন শফিউল।

২০১৬ সালে ঘরের মাঠে ইংল্যান্ডের বিপক্ষে সবশেষ ওয়ানডে খেলা শফিউল ইসলামকে দিয়েই ইনিংসের শুরুটা করেন দেশের ইতিহাসের ১৪তম ওয়ানডে অধিনায়ক তামিম ইকবাল। তার সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে সময় নেননি ডানহাতি পেসার শফিউল।

ইনিংসের তৃতীয় ওভারের প্রথম বলে জোরানো আপিল করেও পাননি লেগ বিফোর উইকেট। তবে পঞ্চম বলে অফস্টাম্পের খানিক বাইরে করা বলে স্লিপে দাঁড়ানো সৌম্য সরকারের হাতে ক্যাচে পরিণত করেন আভিশকাকে।

আউট হওয়ার আগে ১৩ বল থেকে ৭ রান করেন ডানহাতি এ ওপেনার। এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৪ ওভারে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৩ রান। অধিনায়ক করুনারাত্নে খেলছেন ৫ রান নিয়ে, কুশল পেরেরার সংগ্রহ ১।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৬,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর