thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নাফ নদীতে নৌকায় মিললো ৭ লাখ পিস ইয়াবা

২০১৯ জুলাই ২৬ ২০:৫৯:১৯
নাফ নদীতে নৌকায় মিললো ৭ লাখ পিস ইয়াবা

কক্সবাজার প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদীতে অভিযান চালিয়ে সাত লাখ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে কোস্ট গার্ড।

এসময় পাচারকারীরা পালিয়ে যাওয়ায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

কোস্ট গার্ড জানায়, গতকাল মধ্যরাতে গোপন সংবাদের ভিত্তিতে টেকনাফ স্থল বন্দরের নিকটবর্তী জাইল্লারদ্বীপ এলাকায় নাফ নদীতে কোস্ট গার্ড একটি বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযান চলার সময় সন্দেহজনক একটি কাঠের নৌকাকে ধাওয়া করা হলে নৌকাটি কিছুদূর গিয়ে উল্টে যায় এবং আরোহীরা পাড়ে উঠে জঙ্গলে পালিয়ে যায়।

ভাসমান নৌকাটি তল্লাশী করে বিভিন্ন বস্তা হতে সাত লাখ পিস ইয়াবা ট্যাবলেট পাওয়া গেলে এগুলো জব্দ করা হয়। এসময় চোরাকারবারিদেরকে ধাওয়া করা হলেও আটক করা সম্ভব হয়নি।

ভাসমান উক্ত নৌকা ও জব্দকৃত ইয়াবা টেকনাফ থানায় হস্তান্তর করা হয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/জুলাই ২৬,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর