thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বঙ্গোপসাগরে মিলল বিরল প্রজাতির মাছ

২০১৯ জুলাই ২৮ ১১:৫৫:২৭
বঙ্গোপসাগরে মিলল বিরল প্রজাতির মাছ

বরগুনা প্রতিনিধি: বঙ্গোপসাগরে জেলের জালে ধরা পড়েছে ১০ কেজি ওজনের বিরল প্রজাতির একটি মাছ। এ মাছটিকে পাখি মাছ ও গোলপাতা মাছ হিসেবেই চেনে সবাই। তবে গোলপাতা মাছ হিসেবেই বেশি পরিচিত। মাছটি লম্বায় ৫ ফুট।

শনিবার সকালে বরগুনার পাথরঘাটায় দেশের বৃহত্তম মৎস্য অবতরণ কেন্দ্র বিএফডিসি ঘাটে এ মাছটি জেলেরা নিয়ে আসেন।

মৎস্য অবতরণ কেন্দ্রের ব্যবসায়ী মিরাজ হোসেন মাছটি মাত্র দুই হাজার টাকায় ক্রয় করেন। পরে তিনি ওই মাছটি ঢাকায় বিক্রির উদ্দেশে পাঠান।

ব্যবসায়ী মিরাজ হোসেন জানান, স্থানীয় পর্যায়ে এই মাছটির চাহিদা কম থাকায় কমমূল্যে ক্রয় করা হয়। ঢাকায় মাছটি কেজিপ্রতি ৩০০-৪০০ টাকায় বিক্রি হবে বলে তিনি আশা প্রকাশ করেন।

সাগরে একসময় এ মাছটি প্রচুর পাওয়া গেলেও এখন খুব একটা দেখা যায় না।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর