thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

ধলেশ্বরীতে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

২০১৯ জুলাই ২৮ ১৩:৪৮:৫২
ধলেশ্বরীতে নিখোঁজ আরও এক শিক্ষার্থীর লাশ উদ্ধার

সাভার প্রতিনিধি: সাভারের ব্যাংক টাউনে ধলেশ্বরীর শাখা নদীতে গোসল করতে নেমে নিখোঁজ হওয়া ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের আরও এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করা হয়েছে।

উদ্ধারকৃত ওই শিক্ষার্থীর নাম মেহেদী (১৭)।

রোববার দুপুর ১২টার দিকে সাভার ব্যাংক টাউন থেকে তিন কিলোমিটার ভাটিতে কোন্ডা এলাকায় তার লাশটি পাওয়া যায়।

এর আগে সকালে আকাশ নামে এক শিক্ষার্থীর লাশ উদ্ধার করে ডুবুরি দল।

এ নিয়ে নিখোঁজ তিনজনের মধ্যে দুজনের লাশ উদ্ধার করা হলো। এ ঘটনায় রাজন (১৭) নামের আরেক শিক্ষার্থী এখনও নিখোঁজ রয়েছেন।

ঘটনাস্থল থেকে আমাদের প্রতিনিধি জানান, আজ সকাল থেকে দ্বিতীয় দিনের উদ্ধার অভিযান শুরু করে সাভার ফায়ার সার্ভিসের ডুবুরি দল। বেলা ১১টার দিকে আকাশের লাশ উদ্ধার করা হয়। আর দুপুরে মেহেদীর লাশ উদ্ধার করা হয়।

সাভার ফায়ার সার্ভিসের সিনিয়র কর্মকর্তা লিটন আহমেদ জানান, সকালে অভিযানে নেমে নিখোঁজ একজনের লাশ উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ওই শিক্ষার্থীর নাম আকাশ। দুপুর ১২টার দিকে কোন্ডা এলাকা থেকে মেহেদীর লাশ উদ্ধার করা হয়েছে। বাকি একজনকে উদ্ধারের জন্য এখনও অভিযান চলছে।

উল্লেখ্য, গতকাল শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে ধানমণ্ডি আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের ১২ শিক্ষার্থী সাভার ব্যাংক টাউন এলাকায় ধলেশ্বরী নদীতে গোসল করতে নামেন।

এ সময় বিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মেহেদী (১৭), আকাশ (১৮) ও রাজন (১৭) স্রোতে ভেসে নদীতে নিখোঁজ হয়।

খবর পেয়ে সাভার ফায়ার সার্ভিসের ডুবুরি দল নিখোঁজদের উদ্ধারকাজ শুরু করে। শনিবার রাত ৯টা পর্যন্ত চলে তাদের উদ্ধার অভিযান। পরে বৈরী আবহাওয়া ও রাত হয়ে যাওয়ায় উদ্ধার অভিযান বন্ধ রাখা হয়। রোববার সকাল থেকে আবার উদ্ধার অভিযানে নামে ডুবুরি দল।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৮,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর