thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

মুশফিকের লড়াকু ইনিংসে বাংলাদেশের ২৩৮

২০১৯ জুলাই ২৮ ১৮:৪৬:৫৬
মুশফিকের লড়াকু ইনিংসে বাংলাদেশের ২৩৮

দ্য রিপোর্ট ডেস্ক: মুশফিকুর রহিমের একার লড়াইয়ে শ্রীলংকার বিপক্ষে টাইগারদের সম্মানজনক স্কোর। বাংলাদেশ দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যানের অপরাজিত ৯৮ রানের দায়িত্বশীল ইনিংসে ভর করে শেষ পর্যন্ত ৮ উইকেটে ২৩৮ রান তুলতে সক্ষম হয় টাইগাররা।

১০৩ বলে ৮০ রান করা মুশফিক। শেষ দুই ওভারে সেঞ্চুরির জন্য আক্রমণাত্মক ব্যাটিং করেন। ৪৯তম ওভারে দুই চার ও এক ছক্কায় ১৫ রান করেন তিনি। শেষ ওভারে শতরান করতে মুশফিকের প্রয়োজন ছিল মাত্র ৫ রান। দলের চিন্তা করতে গিয়ে সেঞ্চুরি মিস করেন তিনি। মাত্র ২ রানের জন্য শতরানের মাইলফলক স্পর্শ করতে পারেননি তিনি।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে ৩১৫ রান তাড়ায় ৯১ রানে হেরে যায় বাংলাদেশ। আজ হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণের ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে পড়ে যায় তামিম ইকবালের নেতৃত্বাধীন দলটি।

রোববার কলম্বোর প্রেমাদাসা স্টেডিয়ামে টস জিতে ব্যাটিংয়ে নেমে চমর বিপর্যয়ে পড়ে যায় বাংলাদেশ দল। ৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর ব্যাটিংয়ে নামেন মুশফিক। প্রথম ওয়ানডের মতো দ্বিতীয় ম্যাচেও ব্যাটিং বিপর্যয়ে দলের হাল ধরেন তিনি।

লংকান বোলারদের তোপের মুখে পড়ে একেরপর এক উইকেট হারিয়ে কোণঠাসা হয়ে পড়ে বাংলাদেশ। তামিম, সৌম্য, মিঠুন, মাহমুদউল্লাহদের অসহায় আত্মসমর্পণের কারণে দলীয় ১১৭ রানে ছয় ব্যাটসম্যানকে হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ।

সেই অবস্থা থেকে দলকে গর্ত থেকে টেনে তুলতে বাড়তি দায়িত্বশীলতার পরিচয় দেন মুশফিক। উইকেটের এক পাশ আগলে রেখে একাই লড়াই করে যান জাতীয় দলের এ নির্ভরযোগ্য ব্যাটসম্যান।

সপ্তম উইকেটে মেহেদী হাসান মিরাজের সঙ্গে গড়েন ৮৪ রানের জুটি। ৪৯ বলে ছয়টি চারের সাহায্যে ৪৩ রান করে সপ্তম ব্যাটসম্যান হিসেবে ফেরেন মিরাজ।

মিরাজের বিদায়ের পরও উইকেটে অবিচল ছিলেন মুশফিক। শেষ দিকে হারলেই সিরিজ হাতছাড়া। এমন সমীকরণের ম্যাচেও রোববার কলম্বোর প্রেসাদাম স্টেডিয়ামে ব্যাটিংয়ে নেমে একেরপর এক এক উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় টাইগাররা।

শ্রীলংকার বিপক্ষে তিন ম্যাচ সিরিজের প্রথম খেলায় ৩০ রানে ৩ উইকেট হারানো বাংলাদেশ, রোববার ৫২ রানে হারায় ৩ উইকেট। এরপর ১৬ রানের ব্যবধানে নেই মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট। মুশফিকুর রহিমের সঙ্গে ভুল বোঝাবুঝির কারণে রান আউট সাব্বির রহমান রুম্মন।

আগের ম্যাচের মতো আজও বাংলাদেশ দলের প্রথম সারির চার ব্যাটসম্যান সৌম্য সরকার, তামিম ইকবাল ও মোহাম্মদ মিঠুন চরম ব্যর্থতার পরিচয় দিয়েছেন।

বিশ্বকাপ থেকেই অফ ফর্মে রয়েছেন বাংলাদেশ সেরা ওপেনার তামিম ইকবাল। আগের ম্যাচে শূন্য রানে বোল্ড হওয়া তামিম এদিন ফেরেন ৩১ বলে ১৯ রান করে। তার আগে দলীয় ২৬ রানে আউট হন সৌম্য সরকার। প্রথম ওয়ানডেতে ১৫ রান করা এ ওপেনার দ্বিতীয় খেলায় ফেরেন মাত্র ১১ রানে।

৩১ রানে দুই ওপেনারের বিদায়ের পর হাল ধরতে পারেননি মোহাম্মদ মিঠুন। লংকান সিরিজ শুরুর আগে প্রস্তুতি ম্যাচে ৯১ রানের ইনিংস খেলা এ মিডলঅর্ডার ব্যাটসম্যান প্রথম ওয়ানডেতে আউট হন ১০ রানে।

আজ মুশফিকুর রহিমের সঙ্গে ২১ রানের ছোট জুটি গড়তেই আকিলা ধনাঞ্জয়ার অফস্পিনের শিকার হন মিঠুন। নিজের প্রথম ওভারে বোলিংয়ে এসেই ২৩ বলে ১২ রান করা মিঠুনকে ফেরান আকিলা।

নিজের দ্বিতীয় ওভারে বোলিংয়ে এসে বাংলাদেশ দলের অলরাউন্ডার মাহমুদউল্লাহ রিয়াদের উইকেট তুলে নেন আকিলা। তার অফ স্পিনে বোল্ড হয়ে ১৮ বলে ৬ রানে ফেরেন রিয়াদ। আগের ম্যাচে ১০ বলে মাত্র ৩ রান করেছিলেন তিনি।

আগের ম্যাচে ৩৯ রানে চার ব্যাটসম্যানের বিদায়ের পর দলের হাল ধরেছিলেন মুশফিক-সাব্বির। পঞ্চম উইকেটে তারা ১১১ রানের জুটি গড়েছিলেন। আজও দলের বিপর্যয়ে তাদের দিকেই তাকিয়ে ছিলেন টাইগার সমর্থকরা। কিন্তু ১৯ বলে ১১ রানে আউট হয়ে ফেরেন সাব্বির। তার বিদায়ে ২৪.৩ ওভারে ৮৮ রানে ৫ উইকেট হারিয়ে চরম বিপদে পড়ে যায় বাংলাদেশ।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৮,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর