thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

গোপালগঞ্জে বাস উল্টে নিহত ৩

২০১৯ জুলাই ২৯ ১২:৩১:০৮
গোপালগঞ্জে বাস উল্টে নিহত ৩

গোপালগঞ্জ প্রতিনিধি: গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া মোড়ে লোকাল বাস উল্টে ঘটনাস্থলেই ৩ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ২০ জন। সোমবার বেলা সাড়ে ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে।

প্রাথমিকভাবে জানা গেছে, বাসটি গোপালগঞ্জ থেকে কাশিয়ানী উপজেলার বেশপুরে যাচ্ছিল। ঘটনাস্থলে পৌঁছে মোড় ঘোরানোর সময় উল্টে যায় বাসটি। এতে হতাহতের ঘটনা ঘটে। সেখানে এখন উদ্ধার কাজ চলছে। আহতদের কাশিয়ানী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও গোপালগঞ্জ জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

কাশিয়ানী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আজিজুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ২৯,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর