thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

ভারতীয় মেয়েকে বিয়ে করছেন হাসান আলি

২০১৯ জুলাই ৩০ ১৬:৫০:০০
ভারতীয় মেয়েকে বিয়ে করছেন হাসান আলি

দ্য রিপোর্ট ডেস্ক: পাকিস্তানি পেসার হাসান আলির ভারতপ্রীতি জানা হয়ে গিয়েছিল বিশ্বকাপ চলাকালীন সময়েই। ১৫ জুন ম্যানচেস্টারে ভারতের কাছে হারের পর টুইটারে এক ভক্তের করা টুইটের জবাব দিতে গিয়ে ভারতকে বিশ্বকাপ জয়ের জন্য অগ্রিম অভিনন্দন জানান হাসান আলি। তার ওই অভিনন্দন বার্তা মুহূর্তেই ভাইরাল হয়ে যায় সোশ্যাল দুনিয়ায়।

ওই ঘটনার পরই কিন্তু পাকিস্তান দল থেকে বাদ পড়ে যান হাসান আলি। অনেকেই মনে করেন, ভারতপ্রীতির কারণেই হয়তো একাদশ থেকে বাদ দেয়া হয়েছিল পেসার হাসান আলিকে। অথচ, এই হাসান আলির হাত ধরেই ২০১৭ আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি জিতেছিল পাকিস্তান।

তবে এতদন পর জানা গেলো, কেন হাসান আলির এতটা ভারতপ্রীতি! কারণ হচ্ছে, বিয়ে করতে যাচ্ছেন হাসান আলি। কনে হচ্ছেন একজন ভারতীয়। নাম হচ্ছে সামিয়া আরজু। হরিয়ানা রাজ্যের মিওয়াত জেলার বাসিন্দা সামিয়া। আগামী মাসের (আগস্ট) ২০ তারিখ সামিয়ার সঙ্গে বিবাহ বন্ধনে আবদ্ধ হতে যাচ্ছেন তিনি।

তবে ভারত কিংবা পাকিস্তানের কোথাও অনুষ্ঠিত হবে না এই বিয়ের অনুষ্ঠান। হাসান আলি এবং সামিয়ার বিয়ের অনুষ্ঠানের আয়োজন করা হচ্ছে সংযুক্ত আরব আমিরাতের আটলান্টিস পালম হোটেলে। হাসান আলির পরিবারের ১০ সদস্য বিয়েতে যোগ দেয়ার জন্য ১৭ আগস্ট সংযুক্ত আরব আমিরাতে যাবেন বলে জানাচ্ছে ভারত এবং পাকিস্তানের মিডিয়া।

সামিয়ার বাবা লিয়াকত আলিও মিডিয়াকে একই তথ্য দিয়েছেন। বিয়ের অনুষ্ঠানে যোগ দেয়ার জন্য ছেলে আকবর আলি, তার স্ত্রী রাহিশা, ছেলের শশুর আলতাফ হোসেইন, মেয়ে বিলকিস এবং মুমতাজ ছাড়াও সেখানে যাবেন কয়েকজন প্রতিবেশি।

সামিয়ার বাবা লিয়াকত আলি ছিলেন ভারতের সাবেক ব্লক ডেভেলপমেন্ট এবং পঞ্চায়েত অফিসার। সামিয়ার রয়েছে শক্তিশালী শিক্ষাগত যোগ্যতা। তিনি অ্যারোনেটিকের ওপর বি টেক ডিগ্রিধারী। ভারতের সেরা কয়েকটি বেসরকারী বিশ্ববিদ্যালয়ের মধ্যে অন্যতম মানাভ রাঁচনা বিশ্ববিদ্যালয়ের ছাত্রী ছিলেন সামিয়া।

হরিয়ানার স্থানীয় পত্রিকা আমর উজালার রিপোর্ট মতে সামিয়া বর্তমানে এমিরেটস এয়ারলাইন্সে ফ্লাইট ইঞ্জিনিয়ার হিসেবে কর্মরত রয়েছেন।

শুধুমাত্র হাসান আলিই নন, যিনি পাকিস্তানি হিসেবে ভারতীয় মেয়েকে বিয়ে করছেন। এর আগে পাকিস্তানের জহির আব্বাস, মহসিন খানও ভারতীয় মেয়ে বিয়ে করেছেন। আর পাকিস্তানের বর্তমান জাতীয় দলে হাসান আলিরই সতীর্থ, সিনিয়র অলরাউন্ডার শোয়েব মালিকও ভারতের জামাই। বিয়ে করেছেন ভারতের বিখ্যাত টেনিস তারকা সানিয়া মির্জাকে।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ৩০,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর