thereport24.com
ঢাকা, মঙ্গলবার, ১৫ জুলাই 25, ৩১ আষাঢ় ১৪৩২,  ১৯ মহররম 1447

রাজধানীতে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু

২০১৯ জুলাই ৩১ ১৩:৪৪:১২
রাজধানীতে আরেক ডেঙ্গু রোগীর মৃত্যু

দ্য রিপোর্ট প্রতিবেদক: রাজধানীতে আরেক ডেঙ্গু রোগী মারা গেছেন। তার নাম রবিউল ইসলাম রাব্বী (২১)। বুধবার (৩১ জুলাই) আশঙ্কাজনক অবস্থায় কুর্মিটোলা জেনারেল হাসপাতাল থেকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে আনার পর চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।

রাব্বী স্যামসাংয়ের কাস্টমার কেয়ারে চাকরি করতেন এবং থাকতেন মিরপুর শেওড়া পাড়ায়। তার গ্রামের বাড়ি ফরিদপুরের কবিরপুরে।

রাব্বীর বাবা আমিরুল ইসলাম জানান,তার ছেলে ২২ জুলাই ডেঙ্গুতে আক্রান্ত হয়। ২৫ জুলাই কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বুধবার (৩১ জুলাই) রাব্বীর অবস্থার অবনতি হলে ঢামেক হাসপাতাল রেফার করা হয়। এরপর তাকে ঢামেকের জরুরি বিভাগে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এর আগে ঢামেক হাসপাতালে ডেঙ্গুতে ১০ জন মারা গেছেন।

ঢামেক হাসপাতালে সহকারী পরিচালক (প্রশাসন) ডা. নাছির উদ্দীন বলেন, ‘রাব্বী নামে যে রোগী ঢামেকে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়েছে তার মৃত্যুর কারণ তো আমরা বলতে পারবো না। কারণ তাকে তো আমরা মৃত অবস্থায় পেয়েছি।’

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ৩১,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর