thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

শুরুতেই ফার্নান্দোকে ফেরালেন শফিউল

২০১৯ জুলাই ৩১ ১৫:২৩:৪৩
শুরুতেই ফার্নান্দোকে ফেরালেন শফিউল

দ্য রিপোর্ট ডেস্ক: হোয়াইটওয়াশের লজ্জা এড়ানোর ম্যাচ। এমন ম্যাচে শুরুটা ভালোই করেছে বাংলাদেশ। টসভাগ্য সহায় না হওয়ায় প্রথমে ফিল্ডিং পেয়েছে টাইগাররা। তবে ফিল্ডিংয়ে লঙ্কানদের চেপে ধরেছে তামিম ইকবালের দল।

প্রথম ৫ ওভারে মাত্র ১৩ রান দিয়েছে বাংলাদেশ। তুলে নিয়েছে একটি উইকেটও। ইনিংসের পঞ্চম ওভারে আঘাত হেনেছেন পেসার শফিউল ইসলাম। আভিশকা ফার্নান্ডোকে ৬ রানেই এলডব্লিউয়ের ফাঁদে ফেলেছেন তিনি।

এই রিপোর্ট লেখা পর্যন্ত ৫.৪ ওভার শেষে শ্রীলঙ্কার সংগ্রহ ১ উইকেটে ১৪ রান। দিমুথ করুনারত্নে ৭ এবং কুশল পেরেরা শূন্য রান নিয়ে ব্যাটিংয়ে আছেন।

বাংলাদেশ একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, মোহাম্মদ মিঠুন, মুশফিকুর রহীম, মাহমুদউল্লাহ রিয়াদ, এনামুল হক বিজয়, সাব্বির রহমান, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, শফিউল ইসলাম, রুবেল হোসেন।

শ্রীলঙ্কা একাদশ : দিমুথ করুনারত্নে (অধিনায়ক), আভিশকা ফার্নান্ডো, কুশল পেরেরা, কুশল মেন্ডিস, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, শেহান জয়সুরিয়া, দাসুন শানাকা, ওয়ানিন্দু হাসারাঙ্গা, আকিলা ধনঞ্জয়া, কাসুন রাজিথা, লাহিরু কুমারা।

(দ্য রিপোর্ট/আরজেড/জুলাই ৩১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর