thereport24.com
ঢাকা, শনিবার, ১৮ জানুয়ারি 25, ৫ মাঘ ১৪৩১,  ১৮ রজব 1446

ব্যাটিংয়ে সেরা ম্যাথিউজ, বোলিংয়ে শফিউল

২০১৯ আগস্ট ০১ ১১:০৬:৩৯
ব্যাটিংয়ে সেরা ম্যাথিউজ, বোলিংয়ে শফিউল

দ্য রিপোর্ট ডেস্ক: তিন ম্যাচের ওয়ানডে সিরিজে ন্যুনতম লড়াই করতে পারেনি বাংলাদেশ। একচ্ছত্র আধিপত্য বিস্তার করেই টাইগারদের হোয়াইটওয়াশ করেছে স্বাগতিক শ্রীলঙ্কা। তবে ব্যক্তিগত পারফরম্যান্সের হিসেব-নিকাশে অবশ্য শুরুর দিকেই রয়েছেন বাংলাদেশের খেলোয়াড়রা।

পুরো সিরিজের তিন ম্যাচেই হতাশ করেছেন টাইগার ব্যাটসম্যানরা। একটি ম্যাচেও ২৫০ পেরোয়নি দলীয় সংগ্রহ। এক মুশফিকুর রহীম ব্যতীত কেউই পারেননি নিজেদের ব্যাটিং সামর্থ্যের যথাযথ প্রয়োগ করতে। যে কারণে এ সিরিজে সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকায় শীর্ষ পাঁচে রয়েছেন কেবল একজন বাংলাদেশি।

ব্যাট হাতে সবার চেয়ে বেশি ১৮৭ রান করেছেন শ্রীলঙ্কার অভিজ্ঞ ব্যাটসম্যান অ্যাঞ্জেলো ম্যাথিউজ। মুশফিকুর রহীমের মতো তিনিও হাঁকিয়েছেন ২টি ফিফটি। নেই কোনো সেঞ্চুরি, সর্বোচ্চ ৮৭। ম্যাথিউজের চেয়ে ১২ রান করে এ তালিকার তিন নম্বরে রয়েছেন মুশফিক। সেঞ্চুরির খুব কাছে গিয়েও তিনি অপরাজিত ছিলেন ৯৮ রান করে।

অন্যদিকে বল হাতে সর্বেসর্বা বাংলাদেশের বোলাররাই। ৩ ম্যাচে সর্বোচ্চ ৬ উইকেট নিয়েছেন প্রায় ৪ বছর পর ওয়ানডেতে ফেরা শফিউল ইসলাম। এছাড়া শীর্ষ পাঁচে রয়েছেন খন্ডকালীন পেসার সৌম্য সরকার এবং বাঁহাতি কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান।

সর্বোচ্চ রান সংগ্রাহকের তালিকা
১. অ্যাঞ্জেলো ম্যাথিউজ - ৩ ইনিংসে ১৮৭ রান, সর্বোচ্চ ৮৭
২. কুশল পেরেরা - ৩ ইনিংসে ১৮৩ রান, সর্বোচ্চ ১১১
৩. মুশফিকুর রহীম - ৩ ইনিংসে ১৭৫ রান, সর্বোচ্চ ৯৮*
৪. কুশল মেন্ডিস - ৩ ইনিংসে ১৩৮ রান, সর্বোচ্চ ৫৪
৫. দিমুথ করুনারাত্নে - ৩ ইনিংসে ৯৭ রান, সর্বোচ্চ ৪৬

সর্বোচ্চ উইকেটশিকারির তালিকা
১. শফিউল ইসলাম - ৩ ইনিংসে ৬ উইকেট, সেরা বোলিং ৬২ রানে ৩ উইকেট
২. নুয়ান প্রদীপ - ২ ইনিংসে ৫ উইকেট, সেরা বোলিং ৫১ রানে ৩ উইকেট
৩. সৌম্য সরকার - ৩ ইনিংসে ৪ উইকেট, সেরা বোলিং ৫৬ রানে ৩ উইকেট
৪. মোস্তাফিজুর রহমান - ২ ইনিংসে ৪ উইকেট, সেরা বোলিং ৫০ রানে ২ উইকেট
৫. দাসুন শানাকা - ১ ইনিংসে ৩ উইকেট, সেরা বোলিং ২৭ রানে ৩ উইকেট

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ১,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর