thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

১৩ বছরের বিশ্রাম শেষে বড় পর্দায় শিল্পা

২০১৯ আগস্ট ০২ ০৯:৫৭:৩৮
১৩ বছরের বিশ্রাম শেষে বড় পর্দায় শিল্পা

দ্য রিপোর্ট ডেস্ক : বড় পর্দায় থেকে দূরে আছেন ১৩ বছর হলো। লাইট-ক্যামেরা-অ্যাকশন ও আলোর ঝলক দেখলেও ক্যামেরায় সামনে মুখস্থ কথা না বলেই এতগুলো বছর কাটিয়ে দিলেন অভিনেত্রী। তবে এবার ফিরে আসছেন। ‘নিকম্মা’ সিনেমায় অভিমন্যু দস্যানি ও শার্লি সেটিয়ার সঙ্গে গুরুত্বপূর্ণ ভূমিকায় দেখা যাবে শিল্পা শেঠিকে। এই সিনেমার পরিচালক সাব্বির খান।

২০০৭-এ ‘আপনে’ সিনেমায় সবশেষ দর্শক তার অভিনয় উপভোগ করেছিলেন। ৪৪ বছরের অভিনেত্রী এরপর অভিনয় থেকে দূরে যান। এর আগে ‘লাইফ ইন মেট্রো’ সিনেমায় দেখা গিয়েছিল তাকে। এরপর বড় পর্দায় প্রায় দেখাই যায়নি। যদিও মাঝেমধ্যে ‘ওম শান্তি ওম’, ‘দোস্তানা’ ও ‘ঢিসকিয়াঁও’-র মতো সিনেমায় ছোটখাটো ভূমিকায় অভিনয় করেছেন তিনি।

বড় পর্দায় ভালোভাবে প্রত্যাবর্তনের কথা জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে শিল্পা শেঠি লেখেন, হ্যাঁ, এটা সত্য। ১৩ বছরের দীর্ঘ বিশ্রাম শেষ হচ্ছে। নিকম্মা সিনেমায় আবার আমাকে দেখা যাবে, একথা জানাতে গিয়ে উৎসাহিত বোধ করছি।

এই সিনেমার মাধ্যমেই বলিউডে অভিষেক হচ্ছে গায়িকা শার্লি সেটিয়ার। ইউটিউবে যথেষ্ট জনপ্রিয় তিনি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী বছর এই সিনেমা মুক্তি পাবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর