thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৪ জানুয়ারি 25, ১১ মাঘ ১৪৩১,  ২৪ রজব 1446

এবার নূরের সঙ্গী তারিন

২০১৯ আগস্ট ০২ ১০:০৬:৩৮
এবার নূরের সঙ্গী তারিন

দ্য রিপোর্ট ডেস্ক : এক সময়ের সাড়া জাগানো অভিনেতা আসাদুজ্জামান নূর। রাজনীতি ও পারিবারিক জীবন নিয়ে বেশ ব্যস্ত সময় পার করছেন তিনি। অভিনয়ে এখন অনিয়মিত। সবশেষ গত বছর একটি নাটকে অভিনয় করেছিলেন। তারপর অনেক দিন তাকে অভিনয়ে দেখা যায়নি।

তবে প্রযোজনা প্রতিষ্ঠান বঙ্গবিডি আবারও তাকে পর্দায় সামনে আনছেন। আগামী ঈদ উপলক্ষে একটি টেলিফিল্মে অভিনয় করছেন তিনি। তার সঙ্গে থাকবেন এ সময়ের জনপ্রিয় অভিনেত্রী তারিন।

হাসান রেজাউলের পরিচালনায় টেলিফিল্মটি তৈরি হচ্ছে। নাম ‘জলছবি’। গেল মঙ্গলবার রাজধানীর উত্তরার একটি শুটিং হাউজে এর প্রথমদিনের শুটিং শেষ হয়েছে। টেলিফিল্মটির গল্প রচনা করেছেন শুভাশীষ সিনহা। এতে আসাদুজ্জামান নূরকে একজন কবি চরিত্রে ও তারিনকে তার সহকারী চরিত্রে অভিনয়ে দেখা যাবে।

জানা গেছে, আগামী ঈদ উল আজহায় টেলিফিল্মটি এনটিভিতে প্রচার হবে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

জলসা ঘর এর সর্বশেষ খবর

জলসা ঘর - এর সব খবর