thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

 ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

২০১৯ আগস্ট ০২ ১১:০৬:১৪
 ঠাকুরগাঁওয়ে দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ৮

ঠাকুরগাঁও প্রতিনিধি : ঠাকুরগাঁওয়ে দুটি বাসের মুখোমুখি সংঘর্ষে ৮ জন নিহত ও ৫০ ব্যক্তি আহত হয়েছেন। শুক্রবার ( ২ আগস্ট) সকাল ৯টায় ঢাকা-ঠাকুরগাঁও রোডের বলাকা উদ্যান সংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আশিকুর রহমান ও ফায়ার সার্ভিসের উদ্ধার কর্মী মিজান এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে জানান তারা।

প্রত্যক্ষদর্শী ও ফায়ার সার্ভিস সূত্র জানায়, শুক্রবার সকাল ৯টায় ঢাকা থেকে আসা ডিপজল এক্সপ্রেসের একটি বাস ও বিপরীত দিক থেকে আসা একটি গেটলক মিনিবাসের মুখোমুখি সংঘর্ষ হয়। এসময় দুই বাসের মধ্যখানে পড়ে যায় একটি মোটরসাইকেল ও একটি যাত্রীবাহী থ্রি হুইলার। সংঘর্ষে ঘটনাস্থলেই ছয় জন মারা যান বলে নিশ্চিত করেছেন উদ্ধার কাজে নিয়োজিত ফায়ার সার্ভিসের কর্মীরা। আহতদের ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে নেওয়ার পর মারা গেছেন আরও দুজন। আহতের সংখ্যা অন্তত ৫০ জন বলে জানান হাসপাতালের কর্মী ও প্রত্যক্ষদর্শীরা। তবে নিহত ও আহতদের পরিচয় এখনও নিশ্চিত হওয়া যায়নি।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর