thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

রবার্ট মিলার বানিয়ারচর ক্যাথলিক চার্চে

২০১৯ আগস্ট ০২ ১৯:০৮:৫৮
রবার্ট মিলার বানিয়ারচর ক্যাথলিক চার্চে

গোপালগঞ্জ প্রতিনিধি : গোপালগঞ্জের মুকসুদপুর উপজেলার বানিয়ারচর ক্যাথলিক গীর্জা পরিদর্শন করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত রবার্ট মিলার।

শুক্রবার সকাল পৌনে ৯টার দিকে গোপালগঞ্জ থেকে ঢাকা যাওয়ার পথে ক্যাথলিক চার্চ পরিদর্শন করেন তিনি।

মার্কিন রাষ্ট্রদূত বানিয়ারচর এসে পৌঁছালে খ্রিষ্টানধর্মালম্বীলা ফুলের তোড়া দিয়ে তাকে অভ্যর্থনা জানান।

পরে বানিয়ারচর ক্যাথলিক চার্চের পালক পুরোহিত ফাদার রিংকু গোমেজের সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে রবার্ট মিলার বলেন, এই জায়গা ভিজিট করেছি এবং সব কিছু দেখেছি। এটা আমাকে স্মরণ করিয়ে দেয় যে আমরা সবাই ঈশ্বরের সন্তান। ধন্যবাদ জানাই সুন্দর করে এখানকার ইতিহাসসহ সবকিছু জানানোর জন্য এবং যে ঘটনা এখানে ঘটেছে, তার জন্য আমেরিকান প্রেসিডেন্টের পক্ষ থেকেও শোক প্রকাশ করছি।

এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ক্যাথলিক চার্চের বরিশাল বিভাগের বিশপ লরেন্স সুব্রত হাওলাদার, ফাদার লাজারুচ গোমেজ, বিভুদান বৈরাগী প্রমুখ।

পরে রবার্ট মিলার ২০০১ সালে ৩ জুন ধর্মীয় অনুষ্ঠান চলাকালে বানিয়ারচর ক্যাথলিক গীর্জায় বোমা বিস্ফোরণে নিহত ১০ জনের সমাধিতে মোমবাতি জ্বালিয়ে শোক প্রকাশ করেন ও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর তিনি নিহতদের পরিবারের সদস্যদের শান্তনা দেন।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর