thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

মৌলভীবাজারে ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত

২০১৯ আগস্ট ০২ ১৯:১৪:২৫
মৌলভীবাজারে ২৯ জন ডেঙ্গুতে আক্রান্ত

মৌলভীবাজার প্রতিনিধি : ডেঙ্গু আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে মৌলভীবাজারে। নতুন করে আরও তিনজন আক্রান্ত হওয়ায় জেলায় ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা এখন ২৯ জন।

শুক্রবার ভর্তি হওয়া তিনজনের মধ্যে একজনকে সিলেট ওসমানি মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করা হয়েছে বলে জানান মৌলভীবাজার হাসপাতালের আবাসিক চিকিৎসক ডা. রত্নদীপ বিশ্বাস তীর্থ।

সিভিল সার্জন ডা. শাহজাহান কবীর চৌধুরী জানান, শণাক্ত করা ২৯ জনের মধ্যে হাসপাতালে ৭ ও মৌলভী ক্লিনিকে ৩ জন চিকিৎসাধীন রয়েছেন। অপর আক্রান্তদের মধ্যে ১৮ জন চিকিৎসা গ্রহণ শেষে বাড়ি ফিরে গেছেন। একজনকে সিলেটে রেফার্ড করা হয়েছে।

তিনি আরও জানান, সরকার নির্ধারিত মূল্যে ডেঙ্গু রোগীদের টেস্ট করা হচ্ছে জেলায়।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০২,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর