thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

নাটোরে ভিমরুলের হুলে শিশুর মৃত্যু

২০১৯ আগস্ট ০৩ ১২:৪৫:০৭
নাটোরে ভিমরুলের হুলে শিশুর মৃত্যু

নাটোরপ্রতিনিধি: নাটোরের বাগাতিপাড়া উপজেলায় ভিমরুলের হুলে শাফি আহম্মেদ (৬) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

শনিবার ভোর ৫টার দিকে উপজেলার দয়ারামপুর ইউনিয়নের তালতলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত শাফি আহম্মেদ তালতলার বিলপাড়া গ্রামের চান মিয়ার ছেলে। তিনি তালতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিশু শ্রেণির ছাত্র।

স্থানীয় তালতলা ওয়ারেছিয়া দাখিল মাদরাসার সুপার আকরাম হোসেন জানান, শুক্রবার দুপুরে বাড়ির পাশের পুকুর ধারে খেলতে গিয়ে শিশু শাফিকে অসংখ্য ভিমরুল হুল ফোটায়।

সেসময় শাফি কামড় থেকে বাঁচতে পুকুরে লাফিয়ে পড়ে।

দয়ারামপুর ইউপি চেয়ারম্যান মাহবুব হোসেন মিঠু জানান, পরিবারের লোকজন শিশুটিকে উদ্ধার করে বনপাড়া আমেনা হাসপাতালে নেয়। সেখান থেকে রাতে শিশুটিকে বাড়ি আনা হলে শনিবার ভোরে তার মৃত্যু হয়।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ৩, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর