thereport24.com
ঢাকা, শুক্রবার, ২৯ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১,  ২৭ জমাদিউল আউয়াল 1446

৯৬ রানের টার্গেটেও ঘাম ঝরল ভারতের

২০১৯ আগস্ট ০৪ ১১:১৬:৪০
৯৬ রানের টার্গেটেও ঘাম ঝরল ভারতের

দ্য রিপোর্ট ডেস্ক: ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে ৪ উইকেটে জয় পেয়েছে ভারত।

শনিবার রাতে লাউডারহিলে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করতে নেমে ৯ উইকেট হারিয়ে মাত্র ৯৫ রান তুলতে পারে। এই রান তাড়া করতে নেমে ১৭.২ ওভার পর্যন্ত খেলতে হয় টি-টোয়েন্টির শক্তিশালী দল ভারতকে। উইকেট হারাতে হয় ছয়-ছয়টি!

তবে অভিষেকেই বাজিমাত করেছেন ভারতের পেসার নবদ্বীপ সাইনি। ৪ ওভার হাত ঘুরিয়ে ১ মেডেনসহ ১৭ রান দিয়ে নিয়েছেন ৩ উইকেট। ফলে ম্যাচসেরার পুরস্কারটিও তার হাতেই উঠেছে।

ব্যাট হাতে ভারতের রোহিত শর্মা ২৫ বল খেলে ২ চার ও ২ ছক্কায় ২৪ রান করেন। ২৯ বল খেলে ১ চারে বিরাট কোহলি করেন ১৯ রান! ১৪ বল খেলে ২ চারে ১৯ রান করেন মানিষ পান্ডে।

বল হাতে ওয়েস্ট ইন্ডিজের শ্যানন কটরেল, সুনীল নারিন ও কিমো পল ২টি করে উইকেট নেন।

তার আগে ওয়েস্ট ইন্ডিজের ইনিংসে মাত্র দুজন ব্যাটসম্যান দুই অঙ্কের কোটায় রান পান। তার মধ্যে কিরেন পোলার্ড ৪৯ বল খেলে ২ চার ও ৪ ছক্কায় ৪৯ রান করেন। আর নিকোলাস পুরান ১৬ বল খেলে ১ চার ও ২ ছক্কায় ২০ রান করেন। বাকিদের রান ছিল ০, ০, ০, ৪, ৯, ২, ৩, ০, ০।

ভারতের পেসার সাইনির ৩ উইকেটের পাশাপাশি আরেক পেসার ভুবনেশ্বর কুমার ১৯ রান দিয়ে নেন ২টি উইকেট।

আজ রোববার রাতেই দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে মুখোমুখি হবে ওয়েস্ট ইন্ডিজ ও ভারত।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর