thereport24.com
ঢাকা, সোমবার, ২১ এপ্রিল 25, ৭ বৈশাখ ১৪৩২,  ২২ শাওয়াল 1446

‘বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে দ্রুত ওষুধ আনুন’

২০১৯ আগস্ট ০৪ ১৩:৪২:১৭
‘বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে দ্রুত ওষুধ আনুন’

দ্য রিপোর্ট প্রতিবেদক: ডেঙ্গু রোগের বাহক এডিস মশা নিধনে ওষুধের কার্যকারিতা পরীক্ষা-নিরীক্ষায় বিলম্ব না করে দ্রুত আমদানি করতে দুই সিটি কর্পোরেশনের প্রতি আহ্বান জানিয়েছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের।

রোববার রাজধানীর শান্তিনগরে ডেঙ্গু প্রতিরোধে আওয়ামী লীগের পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানের অংশ হিসেবে আয়োজিত কর্মসূচিতে তিনি এই আহ্বান জানান।

ওবায়দুল কাদের বলেন, ‘কার্যকর ওষুধের জন্য দুই সিটি কর্পোরেশন চেষ্টা করছে। আমরা আশা করছি, অনতিবিলম্বে বেশি পরীক্ষা-নিরীক্ষা না করে দ্রুত যা যা করণীয় আপনাদের করতে হবে। এখন ডেঙ্গু রোগের যে ভয়ঙ্কর বিস্তার ঘটেছে তা প্রতিরোধ করা জরুরি।’

আওয়ামী লীগের এই নেতা বলেন, ‘আমি শুধু অনুরোধ করবো, দুই সিটি কর্পোরেশনের মেয়র, স্বাস্থ্যমন্ত্রীসহ কর্মকর্তাগণ এবং স্থানীয় সরকার মন্ত্রণালয়; আপনাদের সমন্বিতভাবে কাজ করতে হবে। আপনাদের একেকজন একেক কথা বললে এতে বিভ্রাান্তি ছড়াবে।’

ডেঙ্গু নিয়ন্ত্রন না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখান ঘোষণা দিয়ে ওবায়দুল কাদের বলেন, ‘যতদিন পর্যন্ত আমরা প্রাণঘাতী ডেঙ্গ জ্বর থেকে মানুষকে রক্ষা করতে না পারবো, ততদিন পর্যন্ত আমাদের এই পরিচ্ছন্নতা অভিযান অব্যাহত থাকবে।’

গায়ে জ্বর থাকলে ঈদে বাড়ি যাওয়ার আগে রক্ত পরীক্ষা করার আহ্বান জানান ওবায়দুল কাদের।

‘এই শোকের মাসে আমরা ডেঙ্গু নিয়ে ব্যস্ত আছি। কিন্তু এই এডিস মশাদের চেয়েও বিপদজনক হচ্ছে আজকে এক অপশক্তি, অন্ধকারের শক্তি, এক কালো শক্তি। আগস্ট মাস এলেই এই অপশক্তি অশুভ তৎপরতা শুরু হয়। কাজেই এডিস মশায় ডেঙ্গুতে আমাদের ব্যস্ত রেখে এই অপশক্তি যাতে বাংলাদেশে কোনো রক্তাক্ত ট্রাজেডি ঘটাতে না পারে সেজন্য আমাদের সকলকে ঐক্যবদ্ধ থাকতে হবে।’

এ সময় উপস্থিত ছিলেন ওয়ার্কার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, ঢাকা দক্ষিন সিটি কর্পোরেশনের মেয়র সাঈদ খোকন। আওয়ামী লীগে নেতাদের মধ্যে আবদুর রহমান, মির্জা আজম, এনামুল হক শামীম, এস এম কামাল, শাহ আলম মুরাদও উপস্থিত ছিলেন।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৪, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর