thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বাসায় ঢুকে ঘুমন্ত পুলিশ কর্মকর্তাকে কোপাল দুর্বৃত্তরা

২০১৯ আগস্ট ০৫ ২১:০৮:৫৭
বাসায় ঢুকে ঘুমন্ত পুলিশ কর্মকর্তাকে কোপাল দুর্বৃত্তরা

শেরপুর প্রতিনিধি : শেরপুর জেলা শহরের গৌরীপুর এলাকায় আনোয়ার হোসেন (৩৫) নামে পুলিশের এক কর্মকর্তাকে কুপিয়ে আহত করেছে দুর্বৃত্তরা। সোমবার সকালে এ ঘটনা ঘটে।

তিনি গৌরীপুর পুলিশ ফাঁড়ির সহকারী টাউন উপ-পরিদর্শক (এটিএসআই) হিসেবে কর্মরত। গুরুতর আহত অবস্থায় তাকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ফাঁড়ির পাশেই একটি ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন পুলিশ কর্মকর্তা আনোয়ার হোসেন। সোমবার সকালে বাসার সবাই ঘুমিয়ে ছিলেন। সকাল ৯টার দিকে কয়েকজন দুর্বৃত্ত বাসায় ঢুকে ঘুমন্ত অবস্থায় আনোয়ারকে চায়নিজ কুড়াল দিয়ে কোপাতে থাকে। এ সময় তিনি চিৎকার দিলে দুর্বৃত্তরা পালিয়ে যায়। বাড়ির লোকজন তাকে দ্রুত জেলা সদর হাসপাতালে নিয়ে যান। পরে সেখান থেকে তাকে ময়মনসিংহে পাঠানো হয়। খবর পেয়ে পুলিশ সুপার কাজী আশরাফুল আজীম ঘটনাস্থল পরিদর্শন করেন।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) আমিনুল ইসলাম বলেন, কী কারণে ওই কর্মকর্তাকে হত্যার চেষ্টা করা হয়েছে, তা তদন্ত না করে বলা যাচ্ছে না। এ ঘটনায় জড়িতদের গ্রেফতারে পুলিশ অভিযান চালাচ্ছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৫,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর