thereport24.com
ঢাকা, বুধবার, ১২ ফেব্রুয়ারি 25, ৩০ মাঘ ১৪৩১,  ১৩ শাবান 1446

ঈদে হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ

২০১৯ আগস্ট ০৬ ১৬:৩৯:১৫
ঈদে হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ

দ্য রিপোর্ট প্রতিবেদক: ঈদুল আজহার ছুটিতে সব সরকারি-বেসরকারি হাসপাতালের হেল্প ডেস্ক খোলা রাখার নির্দেশ দিয়েছে স্বাস্থ্য অধিদপ্তর।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরে ডেঙ্গুর প্রকোপ মোকাবিলা সংক্রান্ত আলোচনা সভায় এ নির্দেশ দেয়া হয়।

জেলা ও উপজেলা পর্যায়ে ডেঙ্গু রোগীকে স্থানীয়ভাবে ন্যাশনাল গাইডলাইন অনুযায়ী চিকিৎসা নিশ্চিত করার নির্দেশ দেয়া হয়। এছাড়া, ছুটির সময় কমিউনিটি ক্লিনিকে সার্বক্ষণিক সেবা দিতে প্রয়োজনীয় জনবল ও লজিস্টিক সাপোর্ট নিশ্চিতের তাগিদ দেয়া হয়।

সভায় উপস্থিত ছিলেন স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ড. আবুল কালাম আজাদ, রোগ নিয়ন্ত্রণ শাখার পরিচালক অধ্যাপক ডা. সানিয়া তহমিনা প্রমুখ।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৬, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জাতীয় এর সর্বশেষ খবর

জাতীয় - এর সব খবর