thereport24.com
ঢাকা, বুধবার, ১৫ জানুয়ারি 25, ২ মাঘ ১৪৩১,  ১৫ রজব 1446

বগুড়ায় দুর্বৃত্তদের গোলাগুলিতে নিহত ২

২০১৯ আগস্ট ০৭ ১০:০১:১৪
বগুড়ায় দুর্বৃত্তদের গোলাগুলিতে নিহত ২

বগুড়া প্রতিনিধি: নিহতরা হলেন- গাইবান্ধা জেলার সদর উপজেলার কাচদহ গ্রামের মন্টু সরকারের ছেলে ধনেশ ওরফে সুকুমার(৩৮) এবং নাটোর জেলার সিংড়া থানার বামিহাল গ্রামের রজব আলীর ছেলে আফজাল (৫৫)।

এসময় ঘটনাস্থল থেকে একটি ওয়ান শুটার গান, একটি পাইপগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে বলে জানায় পুলিশ।

বগুড়া জেলা পুলিশের মিডিয়া বিভাগের মুখপাত্র ও সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার সনাতন চক্রবর্তী বলেন, ‘দিনগত রাত দেড়টার দিকে শেরপুরের ভবানীপুর বাজারের পাশে গোলাগুলি হচ্ছে এমন সংবাদ পেয়ে শেরপুর থানা পুলিশ। শেরপুর সার্কেল প্রধান অতিরিক্ত পুলিশ সুপার গাজিউর রহমান এবং আমি ঘটনাস্থলে দ্রুত যাই। সেখানে গুরুতর অবস্থায় দুজনকে পড়ে থাকতে দেখে দ্রুত শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক দুইজনকেই মৃত বলে ঘোষণা করেন।’

সনাতন চক্রবর্তী আরও বলেন, ‘ক্রাইম ডাটা ম্যানেজমেন্ট সিস্টেম এর খোঁজ করে জানা যায়, আফজালের নামে বিভিন্ন থানায় ২০টি এবং ধনেশের নামে বিভিন্ন থানায় ১১টি মামলা রয়েছে।

(দ্য রিপোর্ট/একেএমএম/আগস্ট ০৭,২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর