thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৩ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

মাগুরায় কৃষি জমি থেকে উঠছে গ্যাস

২০১৯ আগস্ট ০৭ ১৩:১৩:৪৯
মাগুরায় কৃষি জমি থেকে উঠছে গ্যাস

মাগুরা প্রতিনিধি: মাগুরার মহম্মদপুর উপজেলার পলাশবাড়িয়া ইউনিয়নে কৃষি জমি থেকে উঠছে প্রাকৃতিক গ্যাস। সম্প্রতি স্থানীয় রোনগর গ্রামের মৃত মাসিম মোল্যার ছেলে জাফরের জমিতে অগভীর নলকূপ বসানোর সময় এই গ্যাসের অস্তিত্ব পাওয়া যায়। পরে বিষয়টি জানাজানি হলে আশপাশ এলাকার উৎসুক জনতা প্রতিদিন ভিড় করছেন সেখানে।

এলাকাবাসীরা জানান, গত বৃহস্পতিবার জাফরের জমিতে নলকূপ স্থাপনের সময় বুদবুদ আকারে গ্যাস ওঠতে দেখেন মিস্ত্রিরা। প্রথমে মিস্ত্রিরা ভয় পেয়ে দূরে সরে যান। পরে বিষয়টি নিয়ে সন্দেহ হলে তারা সেখানে দিয়াশলাই দিয়ে আগুন ধরিয়ে দিলে তা জ্বলতে থাকে।সোমবার সন্ধ্যায় বিষয়টি জানাজানি হয়। এরপর এ নিয়ে স্থানীয়দের মাঝে কৌতুহলের সৃষ্টি হয়েছে।

এদিকে গ্যাস ওঠার খবর ছড়িয়ে পড়ায় প্রতিদিন উৎসুক জনতা ভিড় করছেন রোনগর গ্রামে। কেউ কেউ সেখানে সেলফি তুলছেন, আবার কেউ কেউ আগুন নিভিয়ে আবার জ্বালিয়ে দেখছেন। বিষয়টি নিয়ে এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৭, ২০১৯)

পাঠকের মতামত:

এ বিভাগের অন্যান্য সংবাদ

SMS Alert

জেলার খবর এর সর্বশেষ খবর

জেলার খবর - এর সব খবর