thereport24.com
ঢাকা, বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪, ১৪ অগ্রহায়ণ ১৪৩১,  ২৬ জমাদিউল আউয়াল 1446

আজহার-বাবর-আব্বাসকে পাকিস্তানে ফেরার নির্দেশ

২০১৯ আগস্ট ০৮ ১৩:৫৭:৫৮
আজহার-বাবর-আব্বাসকে পাকিস্তানে ফেরার নির্দেশ

দ্য রিপোর্ট ডেস্ক: আজহার আলি, বাবর আজম ও মোহাম্মদ আব্বাসকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। তারা এখন ইংল্যান্ডে কাউন্টি ক্রিকেট খেলছেন। ঘরোয়া টুর্নামেন্ট কায়েদ-ই-আজম ট্রফিতে তাদের অংশগ্রহণ নিশ্চিত করতে এ সিদ্ধান্ত নিয়েছে বোর্ড। আগামী ১২ সেপ্টেম্বর শুরু হবে এবারের আসর।

পাকিস্তানের প্রভাবশালী সংবাদমাধ্যম ডন জানিয়েছে, জাতীয় দলে খেলতে হলে ঘরোয়া ক্রিকেটে অবশ্যই অংশ নিতে হবে ক্রিকেটারদের। সেগুলোতে খেললেই আসন্ন সিরিজের স্কোয়াডে বিবেচিত হবেন তারা। আগামী অক্টোবরে শ্রীলংকার বিপক্ষে দেশের মাটিতে দুই ম্যাচ টেস্ট সিরিজ খেলার কথা আছে পাকিস্তানের। মূলত এ কারণেই আজহার, বাবর ও আব্বাসকে দেশে ফেরার নির্দেশ দিয়েছে পিসিবি। ফলে নিজ নিজ কাউন্টি দলের হয়ে আশার চেয়ে কম ম্যাচ খেলে ফিরতে হবে এ ত্রয়ীকে। তিনজনই পাক টেস্ট দলের মূল খেলোয়াড়।

এবারের কায়েদ-ই-আজম ট্রফিতে অংশ নেবে ৬ দল। সবই প্রাদেশিক দল। নতুন নিয়মে গড়াবে খেলা। পুরো টুর্নামেন্ট হবে দুই দফায়। খেলা হবে ডাবল লিগ পদ্ধতিতে। শিগগির দলগুলোর নাম ঘোষণা করবে পিসিবি। মাঝে ন্যাশনাল টি-টোয়েন্টি কাপের আয়োজন করা হবে। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ছয় ফ্র্যাঞ্চাইজির খেলোয়াড় কেনার স্বার্থে এ উদ্যোগ নিয়েছে বোর্ড। আগামী নভেম্বরে হবে পিএসএল পঞ্চম আসরের ড্রাফট।

(দ্য রিপোর্ট/আরজেড/আগস্ট ০৮, ২০১৯)

পাঠকের মতামত:

SMS Alert

খেলা এর সর্বশেষ খবর

খেলা - এর সব খবর